বিনোদন
আসছে জেনির ‘শ্যামা কাব্য’
স্টাফ রিপোর্টার
৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার
নির্মাতা বদরুল আনাম সৌদ নির্মাণ করেছেন ‘শ্যামা কাব্য’। এ সিনেমার মধ্যদিয়ে নাট্যাভিনেত্রী নওরীন হাসান খান জেনির চলচ্চিত্রে অভিষেক হলো। পরিচালনার পাশাপাশি ‘শ্যামা কাব্য’ সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য করেছেন বদরুল আনাম সৌদ। সিনেমায় ইন্তেখাব দিনারের বিপরীতে অভিনয় করেছেন জেনি। তাকে নিতু চরিত্রে দেখা যাবে। অন্যদিকে ওসমান চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। এরইমধ্যে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। সম্প্রতি সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এর আগে সরকারি অনুদানের সিনেমা ‘গহীন বালুচর’ নির্মাণ করেন সৌদ। এটি ২০১৭ সালের ২৯শে ডিসেম্বর মুক্তি পায়। বেশ কয়েকটি ক্যাটাগরিতে সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিল। জেনি বলেন, অনেক সুন্দর একটি গল্প। আমার চরিত্রটিও দারুণ। অভিনয়ের বেশ জায়গা ছিল। এ কারণেই সিনেমাটি করা। আমার বিশ্বাস ছবিটি মুক্তি পেলে ভালো লাগবে সবার। এ ধরনের ইউনিক গল্প হলে সামনেও সিনেমায় কাজ করবেন বলে জানালেন জেনি।