বিনোদন
নিজের সিনেমায় গাইবেন মোশাররফ
স্টাফ রিপোর্টার
৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার
প্রথমবারের মতো সিনেমায় গাইবেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ফজলে কবীর তুহিন পরিচালিত ‘বিলডাকিনি’ সিনেমা দিয়েই তার প্রথম প্লে-ব্যাক যাত্রা শুরু হতে যাচ্ছে। গানের কথাগুলো এমন, ‘যা দেখি তার সবই ভালো/ভালো, ভালো লাগে না/ ভালো কেন এত ভালো তাই/ কিছু ভালো লাগে না।’ গানটির লেখা ও সুর মোশাররফ করিমের, সংগীত পরিচালনা করেছেন আশরাফ বাবু। ছবিতে অভিনয়ও করছেন মোশাররফ করিম।