অনলাইন
গাজীপুরে গণধর্ষণের শিকার পোশাক কর্মী, গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫৪ পূর্বাহ্ন

গাজীপুরে পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মোসাদ্দেক হোসেন অপু (৩২), নাঈম ইসলাম (১৮) হৃদয় (২০)। তাদের বাসা নগরের গজারিয়া পাড়া এলাকায়। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, গত শনিবার গাজীপুর মহানগরের গজারিয়া পাড়া এলাকা থেকে পাশের সিটপাড়া এলাকার বাসায় যাওয়ার সময় গজারিয়া পাড়া এলাকার নির্জন জায়গায় পৌঁছলে এক যুবক ভিকটিমের মুখ চেপে চাকু ধরে গজারি বনে নিয়ে যায়। সেখানে হুমকি দিয়ে ওই যুবক তাকে ধর্ষণ করে। পরে আরো দুই যুবককে মোবাইল ফোনে ডেকে আনলে তারাও দলবেঁধে ধর্ষণ করে এবং ধর্ষণের ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এ ঘটনায় গতকাল সোমবার ভিকটিম নিজে বাদী হয়ে অজ্ঞাতদের নামে মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে রাতেই তিনজনকে গ্রেপ্তার করে এবং ভিডিওর আলামত জব্দ করে।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃতরা ধর্ষণের কথা স্বীকার করেছে এবং ঠাকুরগাঁও জেলার বাসিন্দা ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।