অনলাইন
মৃত ঘোষণার কয়েক ঘণ্টা পর নারীর দেহে মিললো প্রাণের স্পন্দন
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫৪ পূর্বাহ্ন

একজন ৮২ বছর বয়সী নারীকে নিউইয়র্কের একটি নার্সিং হোম মৃত ঘোষণা করেছিলো, কিন্তু তিন ঘন্টা পরে তাকেই আবার শ্বাস নিতে দেখা গেলো। সাফোক কাউন্টি পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ১১ টা ১৫ নাগাদ লং আইল্যান্ডের পোর্ট জেফারসনের ওয়াটারস এজ রিহ্যাব অ্যান্ড নার্সিং সেন্টার ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করে। যদিও ওই নারীর যার নাম প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে তাকে দুপুর ১টা ৩০ নাগাদ মিলার প্লেসের ওবি ডেভিস ফিউনারেল হোমে নিয়ে যাওয়া হয়েছিল। দুপুর ২টা ০৯ মিনিটে তাকেই আবার শ্বাস নিতে দেখা গেছে। ওই বৃদ্ধাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সোমবার তার অবস্থার কোনো আপডেট পাওয়া যায়নি। মামলাটির তদন্তের জন্য রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মুখপাত্র মনিকা পোমেরয় বলেছেন রাজ্যের স্বাস্থ্য বিভাগ ঘটনাটির তদন্ত করছে। নার্সিং হোমের মন্তব্য জানতে চেয়ে ইমেল পাঠানো হয়েছিল।
ওই নারীকে একটি বডি ব্যাগে রাখা হয়েছিল এবং অ্যাঙ্কেনি ফিউনারেল হোম থেকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিলো। সেখানে পৌঁছানোর পর কর্মীরা দেখতে পান যে তিনি শ্বাস নিচ্ছেন। সঙ্গে সঙ্গে ৯১১ নম্বরে কল করা হয়। তাকে হসপিস কেয়ারে ফিরিয়ে দেওয়া হয়েছিল, যেখানে তিনি ৫ জানুয়ারী মারা যান।
সূত্র : usnews.com