অনলাইন
তুরস্কে ভূমিকম্প বিপর্যয়ে বাংলাদেশি শিক্ষার্থী রিংকুর খোঁজ মিলছে না
হাফিজ মুহাম্মদ, আনকারা, তুরস্ক থেকে
(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫৩ পূর্বাহ্ন

তুরস্কের কাহরামানমারাস সুতচু ইমাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম সাইদ রিংকুর খোঁজ মিলছে না। তিনি যে ভবনটিতে বাস করতেন সেটি ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। সেখানে উদ্ধার কাজ চললেও তার সন্ধান কেউ দিতে পারছেন না।
জানা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থলে নিকটেই তাদের বাস ছিল। ভূমিকম্পের সময় নুরে আলম নুরী বের হতে পারলেও রিংকু বের হয়েছে কিনা তিনি জানেন না। নূর আলম জানান, তারা দুইজন বন্ধু একটি বাসায় থাকতেন। কম্পনের ফলে তিনি ঘুম ভেঙেই নিচে নেমে যান। কিছুক্ষণের মধ্যে ভবনটি ধসে পড়ে। তিনি সেখানে আর অপেক্ষা না করে দূরে চলে যান। নুরী সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ থাকলেও একটি ক্যাম্পে তার খোঁজ মিলে ।
এদিকে ওই শহরে বসবাসকারী বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী কাতাদাহ জানান, ভূমিকম্পের সময় তিনি ডরমিটরিতে ছিলেন। তিনি দৌড়ে খোলা আকাশে যান।
এদিকে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী আহত অন্যান্য শহরের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশি কমিউনিটি ইন তার্কি (বিসিটি) ও তুরস্কের বাংলাদেশি দূতাবাস ।