শেষের পাতা
বেলজিয়ামের রানীর ঢাকা সফর শুরু
কূটনৈতিক রিপোর্টার
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
তিন দিনের ঢাকা সফর শুরু করেছেন বেলজিয়ামের রানী ম্যাথিল্ডে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত হিসেবে সোমবার সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বেলজিয়ামের রানী মেয়েদের শিক্ষা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, গৃহস্থ্য সহিংসতার বিরুদ্ধে লড়াই এবং মানসিক স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি মূল্যায়ন এবং সহযোগিতার পরিকল্পনা করছেন। তিনি পরিবেশগত সমস্যার প্রতিক্রিয়াতেও আগ্রহী। বেলজিয়ান রয়্যাল প্যালেস জানায়, সফরকালে তিনি বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির কুতুপালং পরিদর্শন করার পরিকল্পনা করেছেন। যেখানে দশ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয়া ও আতিথ্য দেয়া হয়েছে। জাতিসংঘের ১৭ জন এসডিজি দূতের অন্যতম তিনি। সফরকালে ঢাকা ও খুলনা জেলাও পরিদর্শন করবেন তিনি।