খেলা
ইংল্যান্ড সিরিজ সামনে রেখে বিশ্রামে তাসকিন
স্পোর্টস ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন তাসকিন আহমেদ। চোট সারিয়ে উঠতে বেশ কিছুদিন লেগে যাবে টাইগার পেসারের। আর ইংল্যান্ড সিরিজের আগে তাকে সম্পূর্ণ ফিট পেতে বিপিএলে তাসকিনকে বিশ্রাম দেয়া হয়েছে। গত ৩০শে জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে সবশেষ ম্যাচ খেলেন ঢাকা ডমিনেটর্সের তাসকিন আহমেদ। এরপর চোটে পড়েন তিনি। হ্যামস্ট্রিংয়ের ইনজুরি গুরুতর হওয়ায় ফরচুন বরিশাল এবং রংপুরের বিপক্ষে ঢাকার শেষ দুই ম্যাচ খেলতে পারেননি তাসকিন। আজ দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে ঢাকা। এই ম্যাচেও তাসকিনকে পাচ্ছে না ডমিনেটররা। গতকাল দলের সঙ্গে মাঠে গেলেও অনুশীলন করেননি তাসকিন। ঢাকা ডমিনেটর্সের ফিজিও জয় বিশ্বাস জানান, তাসকিনের হ্যামস্ট্রিংয়ে গ্রেড ওয়ান ধরনের টিয়ার ধরা পড়েছে। এ ধরনের চোট সারিয়ে উঠতে দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪শে ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংল্যান্ড। দিপক্ষীয় সিরিজ দু’টোতে তাসকিনকে পেতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগার বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘তাসকিন আর বিপিএলে খেলছে না। ওর চোটের এক সপ্তাহ হয়ে গেছে। ধীরে ধীরে পুনর্বাসন শুরু হয়ে যাবে। সেটা আসলে ম্যাচ থেকে বিশ্রাম। শিগগির অনুশীলন শুরু করে দেবে। ইংল্যান্ড সিরিজে তাকে পেতে যেন কোনো সমস্যা না হয়, এজন্য বিপিএলে তাকে বিশ্রাম দেয়া হয়েছে।’ দেবাশীষ চৌধুরী বলেন, ‘আগে অনুশীলন করবে, স্ট্রেংথ বাড়াতে হবে। সপ্তাহখানেকের মধ্যে বোলিং শুরু করতে পারবে বলে আশা করি। আমরা আস্তে আস্তে এগোব।’ বিপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে ঢাকা ডমিনেটর্স। অর্থাৎ, আজ চট্টগ্রামের বিপক্ষে লড়াইটিই নাসির হোসেনদের চলতি মৌসুমের শেষ ম্যাচ। প্রায় সাত বছর পর বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী ১লা মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে ইংলিশদের সফর। ৩ এবং ৬ই মার্চ সিরিজের বাকি দুই ম্যাচ। আর টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ৯, ১২ এবং ১৪ই মার্চ।