খেলা
অন্যরকম লড়াই ঢাকা-চট্টগ্রামের
স্পোর্টস রিপোর্টার
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা ডমিনেটরস বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চলতি আসর থেকে ছিটকে পড়েছে অনেক আগেই। শেষ চারে দল দুটির আর খেলা হচ্ছে না। এরমধ্যে টানা ৬ ম্যাচ হেরে পয়েন্ট তালিকার তলানিতে চট্টগ্রাম। আসরে মিলেছে মাত্র দুটি জয়। অন্যদিকে ১১ ম্যাচে মাত্র ৩ জয়ে তালিকার পঞ্চম স্থানে আছে ঢাকা। আজ নিজেদের শেষ ম্যাচে তাদের আবারো দেখা হচ্ছে চট্টগ্রামের সঙ্গে। লীগ পর্বে প্রথম দেখায় চ্যালেঞ্জার্সের সঙ্গে হেরেছিল ঢাকা। তবে নাসির হোসেনের ঢাকা সুপার ফোরে খেলতে না পারলেও তারা তলানিতে যেতে নারাজ। তাই শেষ ম্যাচ জয় দিয়ে নিচের দিক থেকে নিজেদের এগিয়ে রাখতে চায়। চট্টগ্রামের লক্ষ্য একই।
বিজ্ঞাপন