খেলা
উদ্বোধনী জুটিতে ওয়েস্ট ইন্ডিজের ‘প্রথম ৩০০’
স্পোর্টস ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ব্যাট হাতে সর্বাধিক রানের রেকর্ড শিবনারায়ণ চন্দরপলের। ১৬৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তার সংগ্রহ ১১৮৬৭ রান। তার রয়েছে ৩০টি সেঞ্চুরি। এর দুটি দ্বিশতক। তবে প্রথম ডাবল সেঞ্চুরির জন্য তাকে থাকতে হয় দীর্ঘ অপেক্ষায়। ১৯৯৪ সালে অভিষেক হওয়া শিবনারায়ণ চন্দরপল প্রথম দ্বিশতক পান ২০০৫-এ। এবার ব্যাট হাতে ক্যারিশমা দেখালেন তার পুত্র তেজনারায়ণ চন্দরপল। ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্টেই ডাবল সেঞ্চুরি হাঁকালেন তিনি। আর ক্রেগ ব্রাথওয়েটকে সঙ্গে নিয়ে গড়লেন টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। বুলাওয়ে টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ব্র্যাথওয়েট-তেজনারায়ণ গড়েন ৩৩৬ রানের জুটি।
বিজ্ঞাপন