ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

উদ্বোধনী জুটিতে ওয়েস্ট ইন্ডিজের ‘প্রথম ৩০০’

স্পোর্টস ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
mzamin

টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ব্যাট হাতে সর্বাধিক রানের রেকর্ড শিবনারায়ণ চন্দরপলের। ১৬৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তার সংগ্রহ ১১৮৬৭ রান। তার রয়েছে ৩০টি সেঞ্চুরি। এর দুটি দ্বিশতক। তবে প্রথম ডাবল সেঞ্চুরির জন্য তাকে থাকতে হয় দীর্ঘ অপেক্ষায়। ১৯৯৪ সালে অভিষেক হওয়া শিবনারায়ণ চন্দরপল প্রথম দ্বিশতক পান ২০০৫-এ। এবার ব্যাট হাতে ক্যারিশমা দেখালেন তার পুত্র তেজনারায়ণ চন্দরপল। ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্টেই ডাবল সেঞ্চুরি হাঁকালেন তিনি। আর ক্রেগ ব্রাথওয়েটকে সঙ্গে নিয়ে গড়লেন টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। বুলাওয়ে টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ব্র্যাথওয়েট-তেজনারায়ণ গড়েন ৩৩৬ রানের জুটি।

বিজ্ঞাপন
গতকাল ম্যাচের তৃতীয় দিনে ব্র্যাথওয়েটের বিদায়ে প্রথম উইকেটের মুখ দেখে জিম্বাবুইয়ানরা। আর চা বিরতির কিছুক্ষণ আগে ৪৪৭/৬ সংগ্রহ নিয়ে ইনিংস ঘোষণা করে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ১৮২ রান করেন ক্রেগ ব্র্যাথওয়েট। কাইল মায়ার্স ২০ ও জেসন হোল্ডার করেন ১১ রান। তবে একপ্রান্ত আগলে রেখে ‘ক্যারি দ্য ব্যাট থ্রু দ্য ইনিংস’ খেলেন তেজনারায়ণ। ২০৭ রানে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত । ৪৬৭ বলের ম্যারাথন ইনিংসে তিনি হাঁকান ১৬টি চার ও তিনটি ছক্কা। নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম শুরুর জুটিতে তিনশ রান দেখলো ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের উদ্বোধনী জুটির আগের রেকর্ড ছিল দুই ব্যাটিং গ্রেট গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্সের। ১৯৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৯৮ রানের জুটি গড়েছিলেন তারা। ৩৩ বছর পর তাদের ছাড়িয়ে গেলেন তেজনারায়ণ ও ব্র্যাথওয়েট। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের প্রথম দুই দিনেই হানা দেয় বৃষ্টি। প্রথম দিন ৫৫ রান করে অপরাজিত ছিলেন চন্দরপল ও ব্র্যাথওয়েট। দ্বিতীয় দিন শেষ সেশনে এসে সেঞ্চুরি পূর্ণ করেন দুইজনই। দিন শেষ করেন ২২১ রানে অবিচ্ছিন্ন থেকে। তিনশ’র আগে তাদের বিচ্ছিন্ন করার সুযোগ পেয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু তা কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। দলীয় ২৯৬ রানে ব্র্যাথওয়েটের ফিরতি ক্যাচ হাতছাড়া করেন ব্র্যাড ইভান্স। পরের বলে তাকে চার মেরে দলের রান ৩০০ পূর্ণ করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট। চন্দরপলকে নিয়ে নাম লেখান ইতিহাসের পাতায়। এদিন বল হাতে আলো কাড়েন ব্র্যান্ডন মাভুতা। ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্টে এসে ‘ফাইফার’ কুড়ালেন তিনি। ৪১ ওভারের দীর্ঘ স্পেলে ১৪০ রানে পাঁচ উইকেট নেন ২৫ বছর বয়সী জিম্বাবুইয়ান লেগস্পিনার। ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড দক্ষিণ আফ্রিকার নিল ম্যাকেঞ্জি ও গ্রায়েম স্মিথের। ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে শুরুর জুটিতে ৪১৫ রান করেছিলেন তারা। তেজনারায়ণ-ব্র্যাথওয়েটের ৩৩৬ রানের কীর্তিটি রয়েছে তালিকার ৯ নম্বরে। টেস্টে বাংলাদেশের কেবল একটি তিনশ ছাড়ানো উদ্বোধনী জুটি রয়েছে। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ৩১২ রান করেছিলেন ইমরুল কায়েস ও তামিম ইকবাল।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status