খেলা
সিটিকে হারালো টটেনহ্যাম
রেকর্ডগড়া গোল কেইনের
স্পোর্টস ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
বল দখল কিংবা আক্রমণ- দুই বিভাগেই টটেনহ্যাম হটস্পারের চেয়ে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। আধিপত্য দেখালেও প্রিমিয়ার লীগের ম্যাচে স্পারদের কাছে পরাজিত হয় সিটিজেনরা। রোববার টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ১-০ গোলে পরাস্ত হয় পেপ গার্দিওলার দল। জয়সূচক একমাত্র গোলটি করেন টটেনহ্যামের হ্যারি কেইন। এতে জোড়া রেকর্ড হয় ইংলিশ ফরোয়ার্ডের। ঘরের মাঠে ম্যাচের ১৫তম মিনিটেই এগিয়ে যায় টটেনহ্যাম হটস্পার। ডেনিশ মিডফিল্ডার পিয়েরে-এমিল হজবার্গের অ্যাসিস্টে গোলটি করেন হ্যারি কেইন। টটেনহ্যামের জার্সিতে ইংলিশ ফরোয়ার্ডের এটি ২৬৭তম গোল। যা ক্লাবটির ইতিহাসে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ড। এই তালিকায় দুইয়ে ইংল্যান্ডের সাবেক ফুটবলার জিমি গ্রিভস (২৬৬ গোল)।
বিজ্ঞাপন