ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

খেলা

সিটিকে হারালো টটেনহ্যাম

রেকর্ডগড়া গোল কেইনের

স্পোর্টস ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবারmzamin

বল দখল কিংবা আক্রমণ- দুই বিভাগেই টটেনহ্যাম হটস্পারের চেয়ে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। আধিপত্য দেখালেও প্রিমিয়ার লীগের ম্যাচে স্পারদের কাছে পরাজিত হয় সিটিজেনরা। রোববার টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ১-০ গোলে পরাস্ত হয় পেপ গার্দিওলার দল। জয়সূচক একমাত্র গোলটি করেন টটেনহ্যামের হ্যারি কেইন। এতে জোড়া রেকর্ড হয় ইংলিশ ফরোয়ার্ডের। ঘরের মাঠে ম্যাচের ১৫তম মিনিটেই এগিয়ে যায় টটেনহ্যাম হটস্পার। ডেনিশ মিডফিল্ডার পিয়েরে-এমিল হজবার্গের অ্যাসিস্টে গোলটি করেন হ্যারি কেইন। টটেনহ্যামের জার্সিতে ইংলিশ ফরোয়ার্ডের এটি ২৬৭তম গোল। যা ক্লাবটির ইতিহাসে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ড। এই তালিকায় দুইয়ে ইংল্যান্ডের সাবেক ফুটবলার জিমি গ্রিভস (২৬৬ গোল)।

বিজ্ঞাপন
একই সঙ্গে অ্যালান শিয়েরার (২৬০) এবং ওয়েন রুনির (২০৮) পর তৃতীয় খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লীগে ২০০ গোলের মাইলস্টোন স্পর্শ করেন কেইন। এই হারে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার একটি বাজে অভিজ্ঞতা হলো। প্রিমিয়ার লীগে এটি স্প্যানিশ কোচের অধীনে টটেনহ্যামের বিপক্ষে সর্বাধিক ষষ্ঠ হার সিটির। নিজের কোচিং ক্যারিয়ারে টটেনহ্যামের বিপক্ষেই সবচেয়ে বেশি অ্যাওয়ে ম্যাচ (৫) হেরেছেন গার্দিওলা। ম্যাচ হেরে কোনো স্পষ্ট অজুহাত দেননি ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা। তবে ইঙ্গিতে লম্বা জার্নির দায় দিয়েছেন তিনি। ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘ম্যানচেস্টার থেকে লন্ডন আসলে মনে হয় উত্তর ইউরোপে চলে এসেছি। টিম হোটেলে পৌঁছতে আমাদের ৪ ঘণ্টা ২০ মিনিট সময় লেগেছে। খুবই ক্লান্তিকর এটি। আমি দুঃখিত।’ আগামী ১২ই ফেব্রুয়ারি ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। তাই টটেনহ্যামের কাছে হার নিয়ে না ভেবে পরবর্তী ম্যাচে মনোযোগ দিতে চান সিটি কোচ গার্দিওলা। তিনি বলেন, ‘আমাদের ম্যানচেস্টারে ফেরা এবং অ্যাস্টন ভিলার মোকাবিলার জন্য প্রস্তুত হওয়া উচিত। আমি সবসময় পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবি। অতীতে কী ঘটলো, তা বিবেচ্য নয়। আমরা এই ম্যাচটি (টটেনহ্যামের বিপক্ষে) বিশ্লেষণ করব, আলোচনা করব এবং এরপর অ্যাস্টন ভিলা নিয়ে ভাববো।’

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status