ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

বর্ণবৈষম্যের শিকার ভিনিসিউস, তদন্তে অভিনব পদক্ষেপ

স্পোর্টস ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
mzamin

মায়োর্কার মাঠে জয় পায়নি রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার ম্যাচটি হেরেছে ১-০ ব্যবধানে। লস ব্লাঙ্কোদের হারকে ছাপিয়ে আলোচনায় ভিনিসিউস জুনিয়রের বর্ণবৈষম্যের শিকার হওয়ার ঘটনা। আর তদন্তে নেমে গেছে লা লিগা। দোষী চিহ্নিত করতে নিয়েছে অভিনব এক পদক্ষেপ। রোববার রিয়াল মাদ্রিদ স্টার ভিনিসিউস জুনিয়রকে স্বাভাবিক খেলাটা খেলতে দেয়নি মায়োর্কার ফুটবলাররা। বারবার কড়া ট্যাকেলের শিকার হন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। গোটা ম্যাচে ১০ বার ফাউল করা হয় ভিনিকে। খেলোয়াড়দের মারমুখী ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে বর্ণবাদী আচরণ করে গ্যালারিতে উপস্থিত মায়োর্কার উগ্র সমর্থকরা। স্ট্রিমিং প্রতিষ্ঠান দাজন- এর সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, মায়োর্কার সাপোর্টারদের একটি অংশ ভিনিসিউসকে বানর বলে ডাকছে।

বিজ্ঞাপন
আর ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়ে লা লিগার বিবৃতিতে বলা হয়, ‘মায়োর্কার মাঠে রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়র অসহনীয় এবং অপমানজনক বর্ণবৈষম্যের শিকার হয়েছেন। ঘটনার তদন্তে লা লিগা সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় ক্লাবের সঙ্গে কাজ করছে। দোষীদের চিহ্নিত করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেয় হবে।’ বর্ণবাদীদের চিহ্নিত করতে ফুটবলপ্রেমীদের সহযোগিতা চেয়েছে লা লিগা। বিবৃতিতে বলা হয়, ‘এই তদন্ত আরও ত্বরাণ্বিত করতে লা লিগা একটি ইমেইল (ঝঃড়ঢ়জধপরংসড়@ষধষরমধ.বং) সক্রিয় করছে। ফুটবল অনুরাগীরা (মায়োর্কা-রিয়াল ম্যাচে উপস্থিত দর্শকরা) বর্ণবৈষম্যের কোনো ছবি বা ভিডিও ধারণ করে থাকলে এই অ্যাড্রেসে পাঠাতে পারেন। অথবা রেসিস্টদের পরিচয় জানলে লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন।’ মায়োর্কা ম্যাচের আগেও বেশ কয়েকবার বর্ণবৈষম্যের শিকার হন ভিনিসিউস জুনিয়র- ২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার মাঠে, গত সেপ্টেম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে এবং ডিসেম্ববরের শেষ দিকে রিয়াল ভায়াদোলিদের মাঠে।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status