খেলা
বর্ণবৈষম্যের শিকার ভিনিসিউস, তদন্তে অভিনব পদক্ষেপ
স্পোর্টস ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
মায়োর্কার মাঠে জয় পায়নি রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার ম্যাচটি হেরেছে ১-০ ব্যবধানে। লস ব্লাঙ্কোদের হারকে ছাপিয়ে আলোচনায় ভিনিসিউস জুনিয়রের বর্ণবৈষম্যের শিকার হওয়ার ঘটনা। আর তদন্তে নেমে গেছে লা লিগা। দোষী চিহ্নিত করতে নিয়েছে অভিনব এক পদক্ষেপ। রোববার রিয়াল মাদ্রিদ স্টার ভিনিসিউস জুনিয়রকে স্বাভাবিক খেলাটা খেলতে দেয়নি মায়োর্কার ফুটবলাররা। বারবার কড়া ট্যাকেলের শিকার হন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। গোটা ম্যাচে ১০ বার ফাউল করা হয় ভিনিকে। খেলোয়াড়দের মারমুখী ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে বর্ণবাদী আচরণ করে গ্যালারিতে উপস্থিত মায়োর্কার উগ্র সমর্থকরা। স্ট্রিমিং প্রতিষ্ঠান দাজন- এর সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, মায়োর্কার সাপোর্টারদের একটি অংশ ভিনিসিউসকে বানর বলে ডাকছে।
বিজ্ঞাপন