খেলা
সাফের ভাগ্য নির্ধারণ আগামী মঙ্গলবার
স্পোর্টস রিপোর্টার
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) পুরুষ সিনিয়র দলের খেলা হবে ২০ জুন থেকে ৩রা জুলাই। তবে ভেন্যু নিয়ে দেখা দিয়েছে জটিলতা। নির্ধারিত সময়ের মধ্যে (২৯ জানুয়ারি) কেবলমাত্র আবেদন করেছে নেপাল। অথচ পৃষ্ঠপোষক চাইছে ভারতে হোক। বিষয়টি নিয়ে ধন্ধে রয়েছেন সাফের কর্তারা। তাই ভেন্যু সুরাহা করতে আগামী মঙ্গলবার সভা ডেকেছে সাফ। সেই সভায় এই বছরের সাফের ভেন্যুসহ চূড়ান্ত রূপরেখা নির্ধারণ হবে। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘সভায় যদি পৃষ্ঠপোষক হিসেবে তাদের নাম গৃহীত হয় তখন তাদের শর্ত মেনে টুর্নামেন্ট ভারতে আয়োজন করতে হবে। ভারত টুর্নামেন্টের স্বাগতিক হওয়ার জন্য আবেদন না করলেও সাফের পারিপার্শ্বিক পরিস্থিতিতে ভারত স্বাগতিক হতে সম্মত। ভারত স্বাগতিক হলে তখন পাকিস্তান দলের ভিসা নিয়ে বিশেষভাবে আলোচনা হবে সভায়।’