খেলা
তবুও রিয়ালকে ফেভারিট মানছেন জাভি ভাগ্যের দোষ দিলেন আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
লা লিগা টেবিলে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের পয়েন্টের ব্যবধান বাড়ছে দিনদিন। রোববার রাতে শীর্ষে থাকা বার্সার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ ছিল রিয়ালের। তবে মায়োর্কার কাছে হেরে যায় লস ব্লাঙ্কোরা। আর রাতের অন্য ম্যাচে সেভিয়াকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করে ব্লাউগ্রানারা। পরিস্থিতি অনুকূলে থাকলেও নিজেদের নয়, রিয়াল মাদ্রিদকে ফেভারিট মানছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স দেখায় বার্সেলোনা। তবে প্রথমার্ধে জালের দেখা পায়নি স্বাগতিকরা। বিরতির পর ৫৮তম মিনিটে সেভিয়ার ডেডলক ভাঙেন বার্সার স্প্যানিশ ডিফেন্ডার জর্ডি আলবা। ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক স্প্যানিয়ার্ড গাভি। তার ৯ মিনিট পর স্কোরলাইন ৩-০ করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা।