খেলা
ইন্টারকে ডার্বি জিতিয়ে লাউতারোর রেকর্ড
স্পোর্টস ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
২০২২ সালের শেষ ডার্বিতে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারায় এসি মিলান। নতুন বছরের প্রথম ডার্বিতে প্রতিশোধ নিলো ইন্টার। রোববার রাতে সান সিরোয় ইতালিয়ান সিরি আ’র ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বীদের ১-০ গোলে হারায় ইন্টার মিলান। ডার্বিতে জয়সূচক একমাত্র গোলটি করে লাউতারো মার্টিনেজ। এতে গর্বের এক রেকর্ডে নাম ওঠে আর্জেন্টাইন ফরোয়ার্ডের। ম্যাচজুড়ে এসি মিলানের ওপর আধিপত্য বিস্তার করা ইন্টার মিলান এগিয়ে যায় ৩৪তম মিনিটে। তুর্কি মিডফিল্ডার হাকান চালহানোগ্লুর পাসে গোলটি করেন লাউতারো মার্টিনেজ। এসি মিলানের বিপক্ষে আর্জেন্টাইন তারকার এটি সপ্তম গোল। ইন্টার মিলানের বিদেশি খেলোয়াড় হিসেবে মিলান ডার্বিতে দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড এটি। সর্বোচ্চ গোলের মালিক সাবেক হাঙ্গেরিয়ান ফুটবলার স্টেফানো নয়্যারস। ১৯৪৮ থেকে ১৯৫৪ সালের মধ্যে মিলান ডার্বিতে ১১ গোল করেছিলেন তিনি। এসি মিলানের বিপক্ষে করা গোলটি ইতালিয়ান সিরি আ’য় লাউতারো মার্টিনেজের ৭০তম গোল। ইন্টার মিলানের মাত্র দ্বাদশ খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব লাউতারোর। মাত্র তৃতীয় বিদেশি খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। লাউতারোর আগে ইন্টার মিলানের হয়ে সিরি আ’য় ৭০ কিংবা তার বেশি গোল করেছিলেন স্টেফানো নয়্যারস এবং আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি। সব প্রতিযোগিতা মিলিয়ে মিলান ডার্বির সবশেষ ৯ ম্যাচে ৫৬ শতাংশ জয় পেয়েছে ইন্টার মিলান। পাঁচ জয় নেরাজ্জুরিদের। দুটি ড্র। আর বাকি দুই ম্যাচ জেতে এসি মিলান। ২১ ম্যাচে ১৪ জয় ও ৬ হারে ৪৩ পয়েন্ট নিয়ে ইতালিয়ান সিরি আ টেবিলের দুইয়ে ইন্টার মিলান। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ছয়ে এসি মিলান। ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি।