কলকাতা কথকতা
ভারতীয় সাংসদদের কারো আয় বেড়েছে ৪১৭৯ শতাংশ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫৯ অপরাহ্ন
ভারতীয় সাংসদদের মধ্যে এমন ৭১ জন আছেন যাদের আয় বেড়েছে ২৮৬ শতাংশ হারে। কারও আবার আয় বেড়েছে চার হাজার ১৮৬ শতাংশ। এসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস নামক একটি সমীক্ষক সংস্থা এই হিসেব প্রকাশ্যে এনেছে।
সংস্থার অন্যতম রিসার্চের দায়িত্বে থাকা উজ্জ্বয়নি হালিম মানবজমিনকে জানান, সাংসদদের হলফনামা থেকে তথ্য সংগৃহীত হয়েছে। অতএব, কোনো গরমিল হওয়ার সম্ভাবনা নেই। প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে- বিজেপি সাংসদ ও ২০১৬ থেকে কেন্দ্রীয় মন্ত্রী রমেশ চন্দ্রপ্পা জিগ জানিয়ার সম্পত্তি বেড়েছে চার হাজার ১৭৯ গুণ। তিনি ২০০৯ সালে যখন সাংসদ হন তখন তার সম্পদের পরিমাণ ছিল এক কোটি ১৮ লক্ষ টাকা। ২০১৪ সালে তার সম্পদের পরিমাণ হয় আট কোটি ৯৪ লাখ। ২০১৯ এ হয় ৫০ কোটি ৪১ লাখ। তিনি কর্ণাটক বিজেপির মন্ত্রী। ওই রাজ্যেরই বিজেপির পি মোহন দ্বিতীয় স্থানে আছেন। ২০০৯ সালে সম্পদ ছিল পাঁচ কোটি ৩৭ লক্ষ। ২০১৯-এ তা দাঁড়িয়েছে ৭৫ কোটি ৫৫ লক্ষে। পিলভিট-এর বিজেপি সাংসদ বরুন গান্ধী ২০০৯ সালে চার কোটি ৩২ লাখের অধিকারী ছিলেন। ২০১৯-এ তিনি মালিক ৬০ কোটি ৩২ লক্ষের। পরের তিনটি স্থান অ-বিজেপি সাংসদদের। শিরোমনি অকালি দলের হর সিমরাত কাউর ২০০৯ সালে ৬০ কোটি ৩১ লক্ষের অধিকারী ছিলেন। এখন তিনি মালিক ২১৭ কোটি ৯৯ লক্ষ টাকার। এনসিপির সুপ্রিয়া সুলের সম্পদ ছিল ২০০৯ সালে ৫১ কোটি ৫৩ লক্ষের। তা ২০১৯-এ হয়েছে ১৪০ কোটি ৮৮ লক্ষে। বিজেডির পিনাকী মিশ্রের সম্পত্তির পরিমাণ ছিল ২৯ কোটি ৬৯ লক্ষ। তা বেড়ে ২০১৯-এ হয়েছে ১১৭ কোটি ৪৭ লক্ষ টাকা। সাংসদের এই বিপুল সম্পদ দেখে কেউ কেউ তীর্যক মন্তব্য ছুড়ে দিচ্ছেন, কোটিপতি হওয়ার জন্যে আর অমিতাভ বচ্চনের সামনে কৌন বনেগা ক্রোড়পতির হটসিটে বসার প্রয়োজন কী, সাংসদ হয়ে গেলেই হয়!