ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

বাংলাদেশ সফরে সেরা দল না পেয়ে হতাশ বাটলার

স্পোর্টস ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার
mzamin

ভারতে এই বছর ওয়ানডে বিশ্বকাপ। উপমহাদেশীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ সফর ছিল ইংল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু পিএসএল’র সঙ্গে সূচি সাংঘর্ষিক হওয়া ও ইনজুরির কারণে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার বাংলাদেশ সফর থেকে সরে গেছেন। সেরা দল না পাওয়ায় হতাশ হলেও তাদের এই সিদ্ধান্তে নারাজ নন অধিনায়ক জস বাটলার। ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা দক্ষিণ আফ্রিকায় সিরিজ হারের পর বাংলাদেশ সফর করবে। অ্যালেক্স হেলস, স্যাম বিলিংস ও ডেভিড উইলির মতো সীমিত ওভারের নিয়মিত ক্রিকেটারদের পাচ্ছে না ইংল্যান্ড। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বেছে নিয়েছেন তারা। জাতীয় দল ছেড়ে দূর দেশের ক্রিকেট খেলার জন্য যে তাদের জন্য দরজা বন্ধ হয়ে যাবে সেটার পক্ষে নন বাটলার। কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার কাছে ২-১ এ সিরিজ হারের পর বাটলার বলেছেন, ‘এটা একেবারেই অন্যরকম পরিস্থিতি। এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। যেভাবে ম্যাচগুলোর সূচি হয়েছে, আমি দুই দিক থেকেই চিন্তা করতে পারি। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে আপনি মনে করতে পারেন প্রত্যেকে ইংল্যান্ডের হয়ে খেলাকে প্রধান বিষয় মনে করবে এবং সুযোগ লুফে নেবে।’ তিনি আরও বলেন, ‘কিন্তু আরও বড় ব্যাপার আছে। ইংল্যান্ডের হয়ে খেললে এবং ইংল্যান্ডের হয়ে না খেললে ক্রিকেটাররা কী উপার্জন করবে তার মধ্যে বড় ফারাক। এই বিষয়টিও বিবেচনা করতে হবে। তাই প্রত্যেকেরই তাদের ক্যারিয়ারের ভিন্ন সময়ে ভিন্ন সিদ্ধান্ত নিতে হয়।’ এই সফরে প্রথমবার জাতীয় দলে খেলার সুযোগ পাচ্ছেন টম অ্যাবেল ও রেহান আহমেদ। যারা জাতীয় দলে খেলার সুযোগ হারাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর হতে চান না বাটলার, ‘যদি কেউ নাম সরিয়ে নেয়, তার মানে তারা অন্য কাউকে সুযোগ দিচ্ছে। কিন্তু আমি এমন অবস্থানে থাকতে চাই না যেখানে আপনি লোকজনকে শাসন করছেন এবং বলছেন ইংল্যান্ডের হয়ে তারা আর কখনো খেলতে পারবে না বা এমন কিছু।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status