ঢাকা, ১ এপ্রিল ২০২৩, শনিবার, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৯ রমজান ১৪৪৪ হিঃ

খেলা

আরেক ট্রফির মিশনে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস রিপোর্টার
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবারmzamin

সাফ’র বয়সভিত্তিক আসরগুলোতে বরাবরই ফেভারিট বাংলাদেশ। গত সেপ্টেম্বরে সিনিয়র সাফ জেতার পর ফেভারিট তকমাটা আরও ভালোভাবেই লেগেছে বাংলাদেশের মেয়েদের গায়ে। আজ ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের আসর। গতকাল এই টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে সফরকারী তিন দলই ফেভারিট হিসেবে বাংলাদেশের নাম উল্লেখ করেছে। বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনও টুর্নামেন্টটিকে দেখছেন আরো একটি শিরোপা জয়ের মিশন হিসেবে।   গত অক্টোবরে ভারতে বসেছিলো নারী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল আসর। ওই বিশ্বকাপ খেলা দশের অধিক ফুটবলার আছে ভারত দলে। বিশ্বকাপ খেলা ভারত এই টুর্নামেন্টকে নিচ্ছে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে। সেটা জানিয়ে ভারতের কোচ ময়মল রকি বলেন, ‘এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ের জন্য আরও তৈরি হতে চাই’। ভারতের মহিলা ফুটবলে দীর্ঘদিন ধরে কাজ করছেন ময়মল রকি।

বিজ্ঞাপন
বাংলাদেশেও কয়েকবার এসেছেন টিম ইন্ডিয়ার কোচ হয়ে। এবার অনূর্ধ্ব-২০ দল নিয়ে এসে রকি বলেন, ‘বাংলাদেশ নিঃসন্দেহে ভালো দল। স্বাগতিক দল হিসেবে সমর্থকরা বাংলাদেশের টুয়েলভ ম্যান’। বাংলাদেশের অধিনায়ক শামসুন্নাহার সেই সমর্থকদের কাছে দোয়া নিয়ে আগামীকাল (আজ) মাঠে নামছেন জানিয়ে বলেন, ‘দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। এই টুর্নামেন্টে ভালো খেলে যেন চ্যাম্পিয়ন হতে পারি’। মারিয়া, সানজিদা ও কৃষ্ণারা এখন বয়সের কোটা পেরিয়ে শুধু সিনিয়র দলেই। সিনিয়র দলের অন্যতম ফুটবলার শামসুন্নাহারের বয়স বিশের নিচে। সেই শামসুন্নাহারের কাঁধেই অনূর্ধ্ব- ২০ দলের অধিনায়কত্ব। এই দলটি বেশ বোঝাপড়া সম্পন্ন বলে জানান- অধিনায়ক। তিনি বলেন, ‘এই দলটি অনূর্ধ্ব-১৫ ও ১৮ সাফ খেলেছে। ফলে সবার মধ্যেই দারুণ জানাশোনা রয়েছে’। প্রতিদিন দু’টি করে ম্যাচ। আজ নেপালের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। নেপালকে কাঠমান্ডুতে হারিয়ে বাংলাদেশ সিনিয়র সাফ জিতেছিল। সিনিয়র সাফের পূর্ববর্তী স্তরই অনূর্ধ্ব-২০। সেই টুর্নামেন্টে বাংলাদেশকে হারিয়ে প্রতিশোধ নিতে চান কি না এমন প্রশ্নের উত্তরে কোচ ইয়ান প্রশাদ গুরুং বলেন, ‘আগের টুর্নামেন্ট আমাদের ভাবনায় নেই। এই টুর্নামেন্টে আমরা সেরা হতে এসেছি। এজন্য আমরা প্রস্তুত’। নিজ দলের পাশাপাশি বাংলাদেশকেও ফেভারিট বলছেন নেপালের কোচ। বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন টুর্নামেন্টের শুভসূচনা করতে চান। তিনি বলেন, ‘আমরা এই টুর্নামেন্টের জন্য অনেকদিন থেকে প্রস্তুতি নিয়েছি। নেপাল ও ভারত দুই দলই যথেষ্ট শক্তিশালী। আমরা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাই।’ টুর্নামেন্টের আরেক দল ভুটান। চার দলের রাউন্ড রবিন লীগ শেষে শীর্ষ পয়েন্টধারী দুই দল নিয়ে ৯ই ফেব্রুয়ারি হবে ফাইনাল।  গতবার এই প্রতিযোগিতা হয়েছিল অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে। সেবার ভারতের সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবার শিরোপা চাই স্বাগতিকদের। লক্ষ্যপূরণের আকাঙ্ক্ষা নিয়ে দলটির কোচ ছোটন বলেন, মূল সাফ-এ খেলা ছয়জন আছে বয়সভিত্তিক এই দলটিতে’। আন্তর্জাতিক অভিজ্ঞতার পাল্লায় বর্তমান দলটিকে ‘ভারি’ মনে হচ্ছে ছোটনেরও। মূল সাফ’র প্রাপ্তির ভার মেয়েরা বয়ে নিতে পারবে বলে বিশ্বাস কোচের। বাংলাদেশ-নেপালের ম্যাচ সন্ধ্যা সাতটায় হলেও টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারত ও ভুটান মাঠে নামছে বিকাল তিনটায়। টুর্নামেন্টে অংশ নেয়া চার দলের মধ্যে একমাত্র ভুটানের কোচ কারমা দেবার কণ্ঠে শিরোপা জেতার প্রত্যয় সেভাবে নেই। তিনি জানান, ‘আমরা এই টুর্নামেন্টে ভালো খেলতে চাই।’

আজকের খেলা 

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ভারত-ভুটান (বিকাল তিনটা) বাংলাদেশ-নেপাল (সন্ধ্যা সাতটা)। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status