খেলা
আরেক ট্রফির মিশনে বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস রিপোর্টার
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার
সাফ’র বয়সভিত্তিক আসরগুলোতে বরাবরই ফেভারিট বাংলাদেশ। গত সেপ্টেম্বরে সিনিয়র সাফ জেতার পর ফেভারিট তকমাটা আরও ভালোভাবেই লেগেছে বাংলাদেশের মেয়েদের গায়ে। আজ ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের আসর। গতকাল এই টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে সফরকারী তিন দলই ফেভারিট হিসেবে বাংলাদেশের নাম উল্লেখ করেছে। বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনও টুর্নামেন্টটিকে দেখছেন আরো একটি শিরোপা জয়ের মিশন হিসেবে। গত অক্টোবরে ভারতে বসেছিলো নারী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল আসর। ওই বিশ্বকাপ খেলা দশের অধিক ফুটবলার আছে ভারত দলে। বিশ্বকাপ খেলা ভারত এই টুর্নামেন্টকে নিচ্ছে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে। সেটা জানিয়ে ভারতের কোচ ময়মল রকি বলেন, ‘এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ের জন্য আরও তৈরি হতে চাই’। ভারতের মহিলা ফুটবলে দীর্ঘদিন ধরে কাজ করছেন ময়মল রকি।
আজকের খেলা
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ভারত-ভুটান (বিকাল তিনটা) বাংলাদেশ-নেপাল (সন্ধ্যা সাতটা)। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম।