খেলা
শুটিংয়ে ফ্র্যাঞ্চাইজি লীগ!
স্পোর্টস রিপোর্টার
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার
শুটিংয়ে ১৯৯০ সালে কমনওয়েলথ গেমসের দলগত ইভেন্টে সোনা জিতেছিলেন আতিকুর রহমান ও আব্দুস সাত্তার নিনি। অকল্যান্ড কমনওয়েল ১০ মিটার এয়ার রাইফেলে সেরা হয়েছিলেন এ দু’জন। ১০ মিটার এয়ার রাইফেলে ২০০২ সালে ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসেও বাংলাদেশের হয়ে স্বর্ণ পান আসিফ গোসেন খান। এরপর আবদুল্লাহ হেল বাকি গ্লাসগো ও গোলকোস্ট কমনওয়েলত গেমসেও রৌপ্য জেতেন। সবশেষ ওয়ার্ল্ড শুটিং চ্যাম্পিয়নশিপে অষ্টম হয়েছেন নারায়ণগঞ্জের শুটার কামরুন নাহার কলি। এসএ গেমসেও একাধিক ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশ। দেশের সম্ভাবনাময় এই খেলার প্রতি অ্যাথলেটদের আগ্রহ বাড়াতে, যতটা সম্ভব সহজ করে শুটিংকে সাধারণের মধ্যে জনপ্রিয় করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বিপিএলের আদলেই শুটিংয়েও আসছে বিএসএল (বাংলাদেশ শুটিং লীগ)। দেশি-বিদেশি তারকা খেলোয়াড় এবং কোচদের নিয়ে এসে দেশের শুটিংয়ে একটি উৎসবের রং দিতে চাচ্ছে ফেডারেশন। সবকিছু এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও এপ্রিল-মে মাসে বাংলাদেশের শুটিংয়ের ইতিহাসে জমকালো এ লীগ আয়োজনে করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু।