ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

চেলসিতে পছন্দের জার্সি পাচ্ছেন না এনজো

স্পোর্টস ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার

বৃটিশ ট্রান্সফারের রেকর্ড গড়ে চেলসিতে যোগ দিয়েছেন এনজো ফার্নান্দেজ। প্রিমিয়ার লীগের ক্লাবটিতে ৫ নম্বর জার্সি পরবেন আর্জেন্টাইন মিডফিল্ডার। কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখান এনজো ফার্নান্দেজ। অসাধারণ ছন্দে আসরের সেরা তরুণ ফুটবলার নির্বাচিত হন তিনি। এরপরই এনজোকে ভেড়াতে উঠে পড়ে লাগে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাবগুলো। আর্জেন্টাইন তরুণকে দলে টানার প্রতিযোগিতায় ছিল লিভারপুল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো হ্যাভিওয়েট দল। দুই দফা চেষ্টা করে এনজোকে ভেড়াতে সক্ষম হয় চেলসি। টিম ব্লু’দের ৫ নম্বর জার্সিটি এনজো ফার্নান্দেজের আগে পরতেন ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো। গত ৩১শে জানুয়ারি চেলসি ছেড়ে আর্সেনালে যোগ দেন তিনি। জাতীয় দলে ২৪ নম্বর জার্সি পরে থাকেন এনজো ফার্নান্দেজ।

বিজ্ঞাপন
তবে আর্জেন্টাইন তরুণের পছন্দের নম্বর ১৩। সাবেক দুই ক্লাব রিভারপ্লেট এবং বেনফিকায় খেলার সময় এই জার্সি নম্বরটি ব্যবহার করতেন এনজো। তবে চেলসিতে ১৩ নম্বর জার্সিটি পরেন ইংলিশ গোলরক্ষক মার্কাস বেত্তিনেল্লি। যে কারণে ৫ নম্বর জার্সি পরতে হচ্ছে এনজো ফার্নান্দেজের। এনজো অবশ্য জার্সি নম্বর নিয়ে মাথা ঘামাচ্ছেন না। চেলসির হয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন তিনি। এনজো বলেন, ‘আমি চেলসির কাছে এবং মালিকপক্ষের কাছে কৃতজ্ঞ। তারা আমাকে দলে আনতে সবকিছু করেছে। লন্ডনের গর্বিত অংশে যোগ দিতে পেরে আমি আনন্দিত এবং রোমাঞ্চিত। এখন আমি বিশ্বসেরা লীগে খেলব। সমর্থকদের সামনে খেলার জন্য আমি মুখিয়ে আছি। মাঠে এবং মাঠের বাইরে সতীর্থদের সাহায্য করতে চাই আমি।’ বৃটিশ দৈনিক গার্ডিয়ানের খবর, ১২ কোটি ১০ লাখ ইউরোতে এনজো ফার্নান্দেজকে চেলসির কাছে বিক্রি করে পর্তুগিজ ক্লাব বেনফিকা। বাংলাদেশি মুদ্রায় এনজোর ট্রান্সফার ফি ১ হাজার ৩৯৯ কোটি টাকা। আর এতেই হয়েছে রেকর্ড। ইংলিশ প্রিমিয়ার লীগে সর্বোচ্চ ট্রান্সফার ফি’র বিনিময়ে চেলসিতে যোগ দিলেন এনজো। আগের রেকর্ডটি ছিল জ্যাক গ্রিলিশের। ২০২১ সালে ইংলিশ ফরোয়ার্ডকে ভেড়াতে অ্যাস্টন ভিলাকে ১ হাজার ৩০৪ কোটি টাকা দিয়েছিল ম্যানচেস্টার সিটি।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status