খেলা
স্পেনের নতুন কোচের বিবেচনায় আছেন রামোস
স্পোর্টস ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবারদায়িত্বে থাকাকালীন অধিকাংশ টুর্নামেন্টে তারুণ্য নির্ভর দল নির্বাচন করেছেন স্পেনের সাবেক কোচ লুইস এনরিকে। যে কারণে সার্জিও রামোস আসেননি স্প্যানিশ কোচের বিবেচনায়। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে পারেননি স্পেনের হয়ে রেকর্ড ১৮০ ম্যাচ খেলা এই ডিফেন্ডার। কাতার বিশ্বকাপে ৫৫ সদস্যের প্রাথমিক দলে থাকলেও চূর্ড়ান্ত দলে সুযোগ হয়নি পিএসজি তারকার। বিশ্বকাপ ব্যর্থতার পর স্পেনের দায়িত্ব ছাড়েন এনরিকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক স্প্যানিশ ডিফেন্ডার লুইস দে লা ফুয়েন্তে। নতুন কোচ আসায় ভাগ্য খুলছে রামোসের। ফুয়েন্তে জানান, পারফরম্যান্সের বিচারে জাতীয় দলে ফিরতে পারেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। স্প্যানিশ টিভি শো ‘এল হর্মিগ’তে দেয়া সাক্ষাৎকারে লা ফুয়েন্তে বলেন, ‘দল বাছাই করা দীর্ঘ একটি প্রক্রিয়া। প্রথমে আমরা সব স্প্যানিশ খেলোয়াড়কে বিবেচনা করেছি।