ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

আজম খানকে ‘বডি শেমিং’ করে বিপাকে নাসিম শাহ

স্পোর্টস ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার
mzamin

বয়সের পার্থক্য মাত্র ৫ বছরের। একই দেশের ক্রিকেটার হওয়ায় বন্ধুসুলভ সম্পর্ক দু’জনের। বন্ধুত্বের খাতিরে দুষ্টুমির ছলে আজম খানের হাঁটা নকল করেন নাসিম শাহ। তবে স্থুলকায় এই ব্যাটারকে নিয়ে পাকিস্তানি পেসারের হাস্যরস ভালোভাবে নেয়নি নেটিজেনরা। নাসিমের বিরুদ্ধে বডি শেমিংয়ের অভিযোগ এনেছেন অনেকে। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দল খুলনা টাইগার্সে খেলছেন পাকিস্তানের আজম খান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে রয়েছেন আরেক পাকিস্তানি নাসিম শাহ। গত ৩১শে জানুয়ারি বিপিএলের ৩২তম ম্যাচে মুখোমুখি হয় খুলনা-কুমিল্লা। সে ম্যাচে খুলনার ইনিংসের সময় বন্ধু আজমের সঙ্গে দুষ্টুমিতে মজেন নাসিম। খেলার এক সময় মজার ছলে আজমকে ধাক্কা দেন এই পেসার।

বিজ্ঞাপন
তখন নাসিমকে হাত দিয়ে সরিয়ে দেন আজম। এরপর আজমের পেছনে দুই হাত উঁচিয়ে তার মতো হাঁটার ভঙ্গি করেন নাসিম। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল। সেই ভিডিও’র মন্তব্যের ঘরে নাসিমকে তুলোধুনা করেছেন নেটাগরিকরা। কেসি পাতিল নামের এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘বন্ধুত্ব ঠিকাছে। কিন্তু ক্যামেরার সামনে বডি শেমিং করা যে কাউকে বিরক্ত করে দেবে।’ একজন লিখেছেন, ‘আজম রাগ করে নাসিমকে ধাক্কা মেরেছেন।’ পাকিস্তানের একজন লিখেছেন, ‘নাসিম তোমার লজ্জা হওয়া উচিত। তোমার আচরণে সে অস্বস্তিতে ভুগছিল।’ সাঈদ আফজাল হোসেন নামের এক অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘(আজমের ধাক্কার অর্থ হলো) দূর হয়ে যা নাসিম! বডি শেমিং অগ্রহণযোগ্য বিষয়।’ একজন লিখেন, ‘নাসিম শাহ নিচু স্তরের আচরণ দেখালেন। বডি শেমিং হাসির বিষয় হতে পারে না।’ ভারতের একজন লিখেছেন, ‘এটাকে বডি শেমিং বলা হয়।’ কেউ কেউ নাসিম শাহ’র পক্ষও নিয়েছেন। আনুম ফারুক রশিদ নামের একজন লিখেছেন, ‘আশা করি, এটা খেলা এবং হাস্যরসের অংশ। আর আজম খান এতে বিরক্ত হননি।’

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status