অনলাইন
বেশি ভাড়া এড়াতে নিজের সন্তানকে বিমানবন্দরে রেখেই ফ্লাইট ধরতে গেলেন দম্পতি
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৬ পূর্বাহ্ন

ইসরায়েলি বিমানবন্দরের এয়ারলাইন কর্মীরা এক দম্পতির ক্রিয়াকলাপ দেখে হতবাক হয়ে গিয়েছেন। তাদের সন্তানের জন্য আলাদা টিকিট কেনার বিষয়ে মতবিরোধের পরে বিমানবন্দরের চেক-ইন ডেস্কে কোলের শিশুকে ফেলে রেখে চলে যান তারা। তেল আবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরের রায়ানএয়ারডেস্কে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সংবাদ আউটলেট KAN জানিয়েছে যে দম্পতি বেলজিয়ান পাসপোর্টে ব্রাসেলসে যাচ্ছিল, যখন তারা জানতে পারে যে তাদের সন্তানের আসনের জন্যও অর্থ প্রদান করতে হবে। রায়ানএয়ার জানিয়েছে, এই দম্পতি সন্তানের টিকিটের জন্য অগ্রিম অর্থ প্রদান করেননি। বিমানবন্দরের কর্মীরা স্থানীয় প্রেসকে জানিয়েছেন যে তারা তাদের সন্তানকে সাতপাঁচ না ভেবেই ডেস্কের কাছে বেবি স্ট্রলারে রেখে পাসপোর্ট নিয়ে চলে যান। একজন কর্মচারী স্থানীয় নিউজ সোর্স K12 কে বলেছেন: “আমরা এর আগে এরকম ঘটনা কখনো দেখিনি। আমরা যা দেখছিলাম তা বিশ্বাস করতে পারছিলাম না।” ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, এই দম্পতি ব্রাসেলসে তাদের ফ্লাইটের জন্য দেরিতে পৌঁছেছিলেন এবং তাদের শিশুকে নিয়ে বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে যাবার সময় বেশ উদ্বিগ্ন ছিলেন বলে মনে হয়েছিলো। রায়ানএয়ারের একজন মুখপাত্র বলেছেন: ''বেন গুরিয়ন বিমানবন্দরের চেক-ইন এজেন্ট বিমানবন্দর নিরাপত্তার সাথে যোগাযোগ করে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় পুলিশের হাতে তুলে দেয় ''। এই ঘটনা আগেও একাধিকবার ঘটেছে।
সূত্র : .independent.co.uk