খেলা
রোনালদোকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলদাতা মেসি
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ১:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

প্রতিনিয়ত আলো ছড়াচ্ছেন লিওনেল মেসি। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) প্রায় প্রত্যেক ম্যাচে পাচ্ছেন গোল। লা প্যারিসিয়ানদের সবশেষ ম্যাচেও জালের দেখা পান আর্জেন্টাইন সুপারস্টার। বুধবার রাতে মেসির নৈপুণ্য ছড়ানো ফরাসি লিগ ওয়ানের খেলায় মঁপেলিয়েকে ৩-১ গোলে হারায় পিএসজি। আর একটি গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ভাঙেন সাত ব্যালন ডি’অরের মালিক।
মঁপেলিয়ের মাঠ ডে লা মোসনে ম্যাচের ৫৫তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। ফরাসি তারকা হুগো একিতিকের পাসে গোলটি করেন ফ্যাবিয়ান রুইজ। ৭২তম মিনিটে এই স্প্যানিশ মিডফিল্ডারের পাসেই ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। এই গোলটি আর্জেন্টিনা অধিনায়কের ইউরোপীয় ক্লাব ক্যারিয়ারের ৬৯৭তম গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লীগের খেলোয়াড়দের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসিই এখন সর্বোচ্চ গোলের মালিক। ৬৯৬ গোল নিয়ে তালিকার দুইয়ে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপ ছেড়ে এশিয়ান ফুটবলে যোগ দিয়েছেন সিআরসেভেন। তাই রোনালদো ইউরোপে না ফিরলে মেসির রেকর্ড ভাঙার ধারেকাছে কেউ নেই।
ম্যাচের ৮৯তম মিনিটে বদলি নামা ফরাসি ফরোয়ার্ড আর্নদ নরডিনের গোলে ব্যবধান কমায় মঁপেলিয়ে। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আশরাফ হাকিমির অ্যাসিস্টে স্কোরলাইন ৩-১ করেন পিএসজির ফরাসি তারকার ওয়ারেন জাইরে-এমেরি।
ফরাসি লিগ ওয়ানে সবশেষ চার ম্যাচে জালের দেখা পাননি পিএসজির কিলিয়ান এমবাপ্পে। পিএসজির হয়ে এর চেয়ে বেশি ম্যাচে এমবাপ্পে গোল পাননি ২০১৮ সালে। সে বছরের মার্চ থেকে মে মাসের মধ্যে টানা ৬ ম্যাচ লিগ ওয়ানে লক্ষ্যভেদ করতে পারেননি ফরাসি ফরোয়ার্ড।