প্রবাস
জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার জরুরি সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
(৭ মাস আগে) ২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ১০:৩৮ পূর্বাহ্ন

জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১লা ফেব্রুয়ারি সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয় জুম লিংকের মাধ্যমে। সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনজুর হাসান পল্টু। সভায় বক্তব্য রাখেন অধ্যাপক কমর উদ্দীন জামাল, সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ইকবাল খান, মবিন ভূইয়া কাজল, ড. ফেরদৌসী, মোহাম্মদ ফারুক বেপারী, সিনিয়র যুগ্ম সাধারণ সমপাদক কবি কাওছার মাহমুদ, এডভোকেট শাকিল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহসান উদ্দীন মানিক হাই, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুল হক রাজ, সানি হাসান ও কাজি হাসনাত হুসেন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক দেয়া রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণের ২৭ দফা রূপ রেখা নিয়ে একটি সেমিনার আগামী মার্চের মধ্যেই করতে হবে এবং এই সেমিনারকে সফল করার লক্ষ্যে আমাদের সকলের সহযোগিতা ও শলাপরামর্শের জন্য আগামী ২০ ফেব্রুয়ারি ওয়াইটচাপেলের ক্যাফে কর্ণারে রাত ৮টায় সভা আহ্বান করা হয়েছে। সভাশেষ করে রাত ১২টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের ও সিদ্ধান্ত হয় ।
সভা শেষে সংগঠনের সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এক বিশেষ দোয়া করেন ।
মন্তব্য করুন
প্রবাস থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]