ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

‘মায়ার জঞ্জাল’র এমন অর্জনে আমরা আপ্লুত

স্টাফ রিপোর্টার
২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার
mzamin

বাংলাদেশের জসিম আহমেদ প্রযোজিত ও ভারতের ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ‘মায়ার জঞ্জাল’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বিভিন্ন উৎসবে প্রশংসিত হয়েছে। এবার আরও একটি অর্জন এলো ছবিটির। আর্টহাউজ চলচ্চিত্রের বিশ্বসেরা স্ট্রিমিং প্ল্যাটফরম ‘মুবি ডটকম’-এ রয়েছে জ্যঁ লুক-গদার, ফ্রান্সিস ফোর্ড কপোলা, মার্টিন স্করসেসি, কোয়েন্টিন টারান্টিনো, রোমান পোলানস্কি, ডেভিড ফিঞ্চার’র মতো খ্যাতিমান নির্মাতাদের মাস্টারপিস সিনেমা। এগুলোর পাশাপাশি স্থান পেয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে ছবিটির মাধ্যমে দীর্ঘ সময় পর বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রী অপি করিমকে। ছবির প্রযোজক জসিম আহমেদ এর আগে স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন। এদিকে চীনের মর্যাদাসম্পন্ন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশনে ‘মায়ার জঞ্জাল’ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। আর ইউরোপিয়ান প্রিমিয়ার হয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্মস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিভাগে। এ ছাড়াও বিভিন্ন উৎসবে অংশ নিয়ে পুরস্কৃত হয়েছে ছবিটি। ছবিটির এমন অর্জন ও মুক্তি প্রসঙ্গে প্রযোজক জসিম আহমেদ মানবজমিনকে বলেন, আমি নিজেও একজন নির্মাতা।

বিজ্ঞাপন
পরিচালক ইন্দ্রনীল আমার ভালো বন্ধু। আমাদের আগেই চিন্তা ছিল এমন ছবি বানাবো যার মাধ্যমে দেশের সিনেমা একটি উচ্চতায় যাবে। সেভাবেই ছবিটি নির্মাণ করি। ছবিটি এরইমধ্যে বিভিন্ন উৎসবে প্রশংসিত হয়েছে। সম্প্রতি বিশ্বের অন্যতম স্ট্রিমিং প্ল্যাটফরম ‘মুবি ডটকম’ এ খ্যাতিমান নির্মাতাদের সিনেমার কাতারে জায়গা করে নিয়েছে এ ছবি। ‘মায়ার জঞ্জাল’র এমন অর্জনে আমরা আপ্লুত।  সত্যিই আমরা পুরো টিম খুব আনন্দিত। এবার ছবিটি আমরা ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দুই বাংলায় মুক্তি দিতে চাই। সেই প্রক্রিয়া চলছে। ‘মায়ার জঞ্জাল’-এ অপি করিম ছাড়াও অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। আরও আছেন সোহেল মণ্ডল, কলকাতার পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ, শাওলি চট্টোপাধ্যায় প্রমুখ।  

 

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status