বিনোদন
‘মায়ার জঞ্জাল’র এমন অর্জনে আমরা আপ্লুত
স্টাফ রিপোর্টার
২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার
বাংলাদেশের জসিম আহমেদ প্রযোজিত ও ভারতের ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ‘মায়ার জঞ্জাল’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বিভিন্ন উৎসবে প্রশংসিত হয়েছে। এবার আরও একটি অর্জন এলো ছবিটির। আর্টহাউজ চলচ্চিত্রের বিশ্বসেরা স্ট্রিমিং প্ল্যাটফরম ‘মুবি ডটকম’-এ রয়েছে জ্যঁ লুক-গদার, ফ্রান্সিস ফোর্ড কপোলা, মার্টিন স্করসেসি, কোয়েন্টিন টারান্টিনো, রোমান পোলানস্কি, ডেভিড ফিঞ্চার’র মতো খ্যাতিমান নির্মাতাদের মাস্টারপিস সিনেমা। এগুলোর পাশাপাশি স্থান পেয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে ছবিটির মাধ্যমে দীর্ঘ সময় পর বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রী অপি করিমকে। ছবির প্রযোজক জসিম আহমেদ এর আগে স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন। এদিকে চীনের মর্যাদাসম্পন্ন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশনে ‘মায়ার জঞ্জাল’ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। আর ইউরোপিয়ান প্রিমিয়ার হয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্মস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিভাগে। এ ছাড়াও বিভিন্ন উৎসবে অংশ নিয়ে পুরস্কৃত হয়েছে ছবিটি। ছবিটির এমন অর্জন ও মুক্তি প্রসঙ্গে প্রযোজক জসিম আহমেদ মানবজমিনকে বলেন, আমি নিজেও একজন নির্মাতা।