ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

শেষ পর্যন্ত হাথুরুসিংহেই বাংলাদেশের নতুন কোচ

স্পোর্টস রিপোর্টার

(১ বছর আগে) ৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৭:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:২২ অপরাহ্ন

mzamin

চন্ডিকা হাথুরুসিংহে কেন এর আগে বাংলাদেশ ছেড়েছেন! এ প্রশ্নের জবাবে আছে হরেক রকম উত্তর। যা শুধু এ দেশের ক্রিকেটে বিতর্কই জন্ম দিবে। কখনো বলা হয়েছে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বনিবনা হয়নি তার। যেমন তামিম ইকবাল ও সাকিব আল হাসানের  দূরত্বের কথা সবারই জানা। কিন্তু যা এই কোচ পরে অস্বীকারও করেছেন। আবার বলা হচ্ছিলো বোর্ডের (বিসিবি) পরিচালক ও জাতীয় দলের সাবেক কোচ, ম্যানেজার, টিমডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে তার সম্পর্কের টানাপড়েনে চাকরি হারিয়েছেন তিনি! তবে সেসব কথা অনেক পুরনো খবর। নতুন হলো এই লঙ্কান কোচকে দ্বিতীয় দফা হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। দুই বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হয়ে আগামী ২০শে ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন হাথুরুসিংহে। বাংলাদেশের দায়িত্ব নিতে এরিমধ্যে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচের দায়িত্ব ছেড়েছেন তিনি। 
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সিলেট পর্ব চলছে। সেখানে উপস্থিত হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও সংবাদ মাধ্যমের কাছে কোচ নিয়ে রহস্য রেখেছিলেন।

বিজ্ঞাপন
তিনি বলেছিলেন, ‘চলে আসবে (কোচ)। আমি তো জানি না কে। হাথুরু বা অন্য কোনো কোচ তো আমাকে কিছু বলেনি বা বিসিবিকে কিছু বলেনি। নিউজ তো আমি দেইনি। দেখতে পাবেন। ইংল্যান্ড সিরিজের আগে অবশ্যই দেখতে পাবেন।

 কে আসবে সেটা এখনো বলবো না। ১৮ থেকে ২০ তারিখের মধ্যে এসে পড়বে। এরমধ্যে কোচ চলে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শর্ট লিস্ট আছে, অপশন আছে। আমরা এরমধ্যে থেকে পেয়ে যাব।’ দুই একদিন আগেই জানা গিয়েছিল বাংলাদেশের কোচ হতে অনাগ্রহ হাথুরুসিংহের। তিনি সব কিছু ঠিক হওয়ার পর শেষ মুহূর্তে নাকচ করে দিয়েছেন বিসিবি’র প্রস্তাব। আবার বিসিবি’র বিভিন্ন সূত্রে জানা যায় হাথুরু কোচ হচ্ছে না। তবে  আজ সেই আলোচনায় এসেছে নতুন মোড়। জানা যায়, বাংলাদেশের দায়িত্ব নিতে নিউ সাউথ ওয়েলসের চাকরি ছেড়েছেন হাথুরুসিংহে। তিনি টাইগারদের টেস্ট ও ওয়ানডে কোচ হয়ে আসবেন ঢাকায়। সন্ধ্যায় আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিসিবি। বাংলাদেশ ক্রিকেটে ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হাথুরু বলেন, আবার বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার এই সুযোগ পাওয়াটা আমার জন্য সম্মানের। এর আগে আমি যখন সেখানে কাজ করেছি, তখন বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়েছি। আমি খেলোয়াড়দের সঙ্গে আবার কাজ করার এবং তাদের সাফল্য উপভোগ করার জন্য উন্মুখ।’ হাথুরুর নিয়োগের বিষয়ে বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন, দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গোর স্থলাভিষিক্ত হওয়া নতুন কোচ হাথুরুসিংহেকে স্বাগত জানিয়ে তিনি বলেন, চন্ডিকার অভিজ্ঞতা এবং বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে তার জ্ঞানে এদেশের খেলোয়াড়রা উপকৃত হবে।’ এদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে টাইগারদের দায়িত্ব নিতে যাচ্ছেন শ্রীধরন শ্রীরাম। কিন্তু এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ বিসিবি। 

বাংলাদেশের কোচ হিসেবেও প্রথম মেয়াদে বিতর্কে জড়িয়েছেন হাথুরুসিংহে। তবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় কিছু সাফল্য এসেছে তার সময়েই। ২০১৫ সালে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিন ওয়ানডে সিরিজ জয়, সে বছরই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা ছাড়াও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ তার অধীনে। হাথুরুসিংহের সময় টেস্ট ক্রিকেটেও বলার মতো কিছু সাফল্য পেয়েছে বাংলাদেশ। মিরপুরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় এবং কলম্বোয় বাংলাদেশের শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। ‘কড়া হেডমাস্টার’ হিসেবে খ্যাতি ও কুখ্যাতি দুটোই আছে হাথুরুসিংহের। বলতে গেলে, অনেকটা অপেশাদারের মতো প্রথম মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়লেও, অনুমান করা যায় হাথুরুসিংহের কড়া মনোভাবই তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে টেনেছে বিসিবিকে। 

তবে সাফল্য বিচারে বাংলাদেশের কোচ হিসেবে প্রথম মেয়াদে হাথুরুসিংহেকে সফলই বলতে হবে। এবার বদলে যাওয়া বাংলাদেশ দলের কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে হাথুরুসিংহে কেমন করেন সেটাই বড় কৌতূহল। একইসঙ্গে তার সঙ্গে ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তাদের ভাঙা সম্পর্ক কতটা জোড়া লাগে! আর কড়া হেডমাস্টার হিসেবে তিনি জাতীয় দলকে কতটা পথ দেখাতে পারেন তা নিয়েও আছে প্রশ্ন। কারণ তিনি যেভাবে দল চালান তাতে ক্রিকেটারদের মধ্যেও আছে অসন্তোষ!

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status