খেলা
রোনালদোর সমালোচনায় আল নাসরের পরিচালক
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৩:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১৪ পূর্বাহ্ন

সৌদি আরবের আল নাসর এফসিতে যোগ দিয়ে এখনও সুখস্মৃতি জমাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। দুই ম্যাচ খেলে পূরণ করতে পারেননি ক্লাব কর্তা কিংবা সমর্থকদের প্রত্যাশা; বরং সৌদি সুপারকাপ থেকে নাসরের বিদায়ে সিআরসেভেন হয়েছেন সমালোচিত। এবার রোনালদোকে নিয়ে অ্যারাবিয়ান ক্লাবটির পরিচালকের সমালোচনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
গত ২৭শে জানুয়ারি আল ইত্তিহাদ এফসির কাছে সৌদি সুপারকাপের সেমিফাইনালে ৩-১ গোলে হারে আল নাসর। ফাইনালে পৌঁছতে না পারায় রোনালদোর গোল মিসকে দায় দিয়েছেন নাসর কোচ রুডি গার্সিয়া। স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়, সেই ম্যাচের পর রোনালদোর জার্সিতে পা মাড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন নাসর সমর্থকরা। মার্কা অ্যারাবিয়ান ক্লাবটির পরিচালকের একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, ম্যাচ হারের পর ক্ষুব্ধ সেই পরিচালক বলছেন, ‘এখান থেকে বেরিয়ে যাও। আমি তার (রোনালদো) পেছনে ২০০ মিলিয়ন ইউরো খরচ করেছি।’
এরপর লাফিয়ে উঠে সেই ডিরেক্টর বলেন, ‘‘সে শুধু জানে কীভাবে ‘সি’ বলতে হয়। এটা অসম্ভব।’’
গোল উদ্যাপনের সময় কর্নার ফ্ল্যাগের সামনে ছুটে যান ক্রিস্টিয়ানো রোনালদো। শূন্যে লাফিয়ে উঠে উচ্চারণ করেন ‘সি’। স্প্যানিশ শব্দটির অর্থ হচ্ছে ‘ইয়েস’। বিশেষ এই শব্দ উচ্চারণ করে অভিনব কায়দায় রোনালদোর গোল সেলিব্রেশনটা শুরু হয় ২০১৩ সালে। ২০১৯ সালে জুভেন্টাসে খেলার সময় সকার ডটকমের ইউটিউব চ্যানেলে নিজের ইউনিক স্টাইলে গোল সেলিব্রেট করার আদ্যপান্ত জানান রন। তিনি বলেছিলেন, ‘২০১৩ সালে রিয়াল মাদ্রিদে খেলার সময় আমরা যুক্তরাষ্ট্র সফরে যাই। সেখানে একটা ম্যাচ ছিল চেলসির সঙ্গে। আমি নিজেও জানি না, কীভাবে গোলের পর ওভাবে হাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়লাম। পুরো ব্যাপারটাই নিজে থেকে ঘটেছিল। এটার জন্য কোনো অনুশীলনের প্রয়োজন পড়েনি। হঠাতই করে ফেলেছিলাম। ওই ম্যাচে গোল করার পর স্বাভাবিকভাবেই সেটা ঘটেছিল।’
আল নাসর এফসি’র সমর্থকরাও হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর ‘সি’ শুনতে অধীর আগ্রহে রয়েছেন। সেই অপেক্ষার অবসানটা হতে পারে আগামী ৩রা ফেব্রুয়ারিতেই। সেদিন রাত ৯টায় সৌদি প্রো লীগের ম্যাচে আল ফতেহ এফসির মুখোমুখি হবে রোনালদোর আল নাসর।