কলকাতা কথকতা
পাখি ও প্রাণীর হাত থেকে দমদম বিমানবন্দর বাঁচাতে বিশেষ বাহিনী
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১৪ পূর্বাহ্ন

ফাইল ছবি
পাখি, প্রাণী ও সরীসৃপের হাত থেকে কলকাতার দমদম বিমানবন্দর এর রানওয়েকে বাঁচাতে ২৪ জনের বিশেষ রক্ষী বাহিনী নিয়োজিত হলো। এয়ারপোর্ট এডভাইসরি কমিটি রীতিমতো টেন্ডার ডেকে নতুন এজেন্সিকে দায়িত্ব দিয়েছে রানওয়ে ও ট্যাক্সিওয়ের সুরক্ষার জন্য। এই ২৪ জনের বাহিনী বিশেষ ধরনের জন গান নিয়ে বিমানবন্দরকে রক্ষা করবে শেয়াল, সাপ, কুকুর, বেড়াল ও পাখির হাত থেকে। বিমানবন্দর এ শেয়ালদের বংশ বৃদ্ধি হচ্ছে অসংখ্য। শেয়াল ধরায় দক্ষ তামিলনাড়ুর নারীকুভো কাম উপজাতির বাহিনী এনেও কাজ হয়নি। তাই এই বিশেষ রক্ষী বাহিনী। উল্লেখযোগ্য দুহাজার একুশের নভেম্বরে আগরতলা থেকে নামার সময় একটি কুকুর রানওয়েতে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। ওই বছরের নভেম্বরেই বারাণসীগামী একটি যাত্রীবাহী বিমানের যাত্রা ব্যাহত হয় উড়ন্ত পাখির কারণে। ২০২১ সালের আগস্টে মুম্বইগামী একটি বিমানের ব্যাগেজ শাফট এ একটি বিষধর সাপ কুন্ডলি পাকিয়ে বসেছিল। ২০২১ সালের জুন মাসে পাইলটরা একযোগে অভিযোগ জানান, রানওয়ে তে শেয়ালের বৃদ্ধি নিয়ে।