প্রবাস
যুক্তরাজ্যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সফরের ৫১তম বার্ষিকী উদযাপন
বৃটেন থেকে সংবাদদাতা
(১ মাস আগে) ৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১১:১৪ পূর্বাহ্ন
পাকিস্তানে ৯ মাসের দীর্ঘ কারাবাস থেকে মুক্তি পাওয়ার পর স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তনের পথে ১৯৭২ সালের ৮ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুক্তরাজ্যে ঐতিহাসিক প্রথম সফরের ৫১তম বার্ষিকী স্মরণে বাংলাদেশ হাইকমিশন, যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে ‘বঙ্গবন্ধু অ্যান্ড ব্রিটেন: দ্য হিস্টোরিক ৮ জানুয়ারি’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল সোমবার লন্ডন শহরে অবস্থিত হাউস অব লর্ডসের কমিটি রুম জিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ব্রিটিশ মন্ত্রী, সংসদ সদস্য, হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য, রাষ্ট্রদূত এবং ব্রিটিশ-বাংলাদেশী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন ও বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ বক্তব্যে বঙ্গবন্ধুর প্রগতিশীল ও অসাম্প্রদায়িক মূল্যবোধের প্রশংসা করেন এবং ব্রিটিশ সরকার, এর জনগণ এবং ব্রিটিশ-বাংলাদেশী সম্প্রদায়ের সাথে বঙ্গবন্ধুর বিশেষ সম্পর্কের কথা বিশেষভাবে স্মরণ করেন। হাউস অব লর্ডসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধের উচ্ছসিত প্রশংসা করা হয়।
বক্তারা বঙ্গবন্ধুর দূরদর্শী কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নেরও ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের সহ-আয়োজক ছিলেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব ইন্দিয়ার পৃষ্ঠপোষক লর্ড রামি রেঞ্জার।