ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

আফ্রিদির ধারে কাছেও নেই বুমরাহ

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
mzamin

বর্তমান সময়ের অন্যতম সেরা দুই পেসার জসপ্রিত বুমরাহ ও শাহীন শাহ্‌ আফ্রিদি। দু’জনই নিজ দলের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। এমনকি নিজ দলের বোলিং ইউনিটের নেতৃত্বেও রয়েছেন তারা। তিন ফরম্যাট মিলিয়ে বুমরাহ নাকি আফ্রিদি এগিয়ে- এ নিয়ে ভক্তদের মধ্যে তর্ক-বিতর্ক থাকতেই পারে। কিন্তু পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক মনে করেন আফ্রিদির ধারে কাছেও নেই বুমরাহ। দু’জনের তুলনা করতে গিয়ে সাবেক এই পাকিস্তানি তারকা বলেন, ‘জসপ্রিত বুমরাহর চেয়ে শাহীন আফ্রিদি অনেক ভালো। তার ধারে কাছেও নেই বুমরাহ।’ পাঁচ বছরের ক্যারিয়ারে ২৫টি টেস্ট, ৩২টি ওয়ানডে এবং ৪৭টি টি-টোয়েন্টি মিলিয়ে ২১৯ উইকেট শিকার করেছেন আফ্রিদি। অন্যদিকে আফ্রিদির দুই বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন বুমরাহ। ভারতীয় এই পেসার ৩০টি টেস্ট, ৭২টি ওয়ানডে এবং ৬০টি টি-টোয়েন্টি মিলিয়ে নিয়েছেন ৩১৯ উইকেট। ইনজুরির কারণে বেশ লম্বা সময় ধরেই ভুগছেন আফ্রিদি ও বুমরাহ। চোটের কারণে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি বুমরাহর। এমনকি ঘরের মাঠে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষেও তার খেলা হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন  সিরিজে প্রথম দুই টেস্টের দলেও জায়গা হয়নি তার। এদিকে হাঁটুর চোটের কারণে এশিয়া কাপে খেলেননি আফ্রিদি। বিশ্বকাপে ফিরলেও সব ম্যাচে দেখা যায়নি তাকে। এরপর আবারও পুরনো চোটে পড়েন আফ্রিদি। আসন্ন পাকিস্তান সুপার লীগের (পিএসএল) দিয়ে আবারও মাঠে ফেরার কথা রয়েছে তার।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status