খেলা
সাফের স্বাগতিক হচ্ছে নেপাল
স্পোর্টস রিপোর্টার
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
গেল বছর নেপালের বসেছিল সাফ নারী চ্যাম্পিয়নশিপের আসর। সেখানে শিরোপা উঁচিয়ে ধরেছিল বাংলাদেশের মেয়েরা। এবার পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপের আসরও বসতে যাচ্ছে নেপালে। ২৯শে জানুয়ারি ছিল আয়োজক হওয়ার শেষ দিন। হিমালয়ের দেশটি ছাড়া আর কেউ স্বাগতিক হওয়ার জন্য সাফ’র কার্যালয়ে নাম পাঠায়নি। চলতি বছর ২০শে জুন থেকে ৩রা জুলাই হবে সাফ চ্যাম্পিয়নশিপ। শুরুতে স্বাগতিক হওয়ার জন্য বাংলাদেশ ও ভারতের নাম শোনা গিয়েছিল। নেপাল ছাড়া আর কোনো দেশ আবেদন না করায় তাদেরই পরবর্তী সাফ’র ভেন্যু অনেকটা নিশ্চিত। এরপরও সাফ’র সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল নির্বাহী কমিটির সভার সিদ্ধান্তের অপেক্ষায়। গতকাল তিনি মানবজমিনকে বলেন, ‘আমরা প্রাপ্ত আবেদনটি নির্বাহী সভায় তুলবো।
বিজ্ঞাপন