ঢাকা, ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৮ শাবান ১৪৪৪ হিঃ

খেলা

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো মোহামেডানের ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবারmzamin

বড় বিপদ থেকে বাঁচলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা। পদ্মা সেতু পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিল ঐতিহ্যবাদী ক্লাবটির টিম বাস। গতকাল ফেডারেশন কাপ ফুটবলে অংশ নিতে গোপালগঞ্জ গিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা। পদ্মা সেতু পার হওয়ার সময় টিম বাসের সামনের চাকা বিকট আওয়াজে ফেটে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন খেলোয়াড়রা। তবে ভাগ্য ভালো যে, চলমান বাসের টায়ার ব্লাস্ট হলেও গাড়ি ঠিকঠাক নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন চালক। পরবর্তীতে টায়ার পাল্টে পুনরায় যাত্রা করে মোহামেডানের বাস।  ঘটনার বর্ণনা দিয়ে মোহামেডান কোচ শফিকুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতু হয়ে ভাঙা অতিক্রম করার পর টিম বাসের সমানে চাকা ফেটে যায়। আল্লাহ’র রহমতে কোনও দুর্ঘটনা ঘটেনি। চাকা বদল করে কিছুক্ষণ পর ফুটবলাররা গন্তব্যে পৌঁছে।’ মোহামেডান ফুটবল দলের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বলেন, ‘দুপুরে এই বিপদ দেখা দেয়।

বিজ্ঞাপন
গোপালগঞ্জ থেকে তখনও বেশ কিছু মাইল দূরে ছিলাম আমরা। বড় কোনও সমস্যা হয়নি।’  গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আজ ফেডারেশন কাপের গ্রুপ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে মোহামেডান।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status