খেলা
বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো মোহামেডানের ফুটবলাররা
স্পোর্টস রিপোর্টার
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
বড় বিপদ থেকে বাঁচলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা। পদ্মা সেতু পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিল ঐতিহ্যবাদী ক্লাবটির টিম বাস। গতকাল ফেডারেশন কাপ ফুটবলে অংশ নিতে গোপালগঞ্জ গিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা। পদ্মা সেতু পার হওয়ার সময় টিম বাসের সামনের চাকা বিকট আওয়াজে ফেটে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন খেলোয়াড়রা। তবে ভাগ্য ভালো যে, চলমান বাসের টায়ার ব্লাস্ট হলেও গাড়ি ঠিকঠাক নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন চালক। পরবর্তীতে টায়ার পাল্টে পুনরায় যাত্রা করে মোহামেডানের বাস। ঘটনার বর্ণনা দিয়ে মোহামেডান কোচ শফিকুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতু হয়ে ভাঙা অতিক্রম করার পর টিম বাসের সমানে চাকা ফেটে যায়। আল্লাহ’র রহমতে কোনও দুর্ঘটনা ঘটেনি। চাকা বদল করে কিছুক্ষণ পর ফুটবলাররা গন্তব্যে পৌঁছে।’ মোহামেডান ফুটবল দলের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বলেন, ‘দুপুরে এই বিপদ দেখা দেয়।