ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

জাতীয় ক্রীড়া পুরস্কার-২০২৩ এর বিজ্ঞপ্তি

স্পোর্টস রিপোর্টার
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার

দায়িত্ব নিয়েই ধারাবাহিকভাবে  জাতীয় ক্রীড়া পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। ২০১৯ সালে দায়িত্ব নেয়ার পর আট বছরের জমে থাকা ক্রীড়া পুরস্কারগুলো (২০১৩-২০২০ সাল পর্যন্ত) ঘটা করে তুলে দেন ক্রীড়াবিদ ও সংগঠকদের মধ্যে। ২০২১-২০২২ সালের ক্রীড়া পুরস্কারের প্রস্তুতিও শেষ পর্যায়ে। গত ২৪শে জানুয়ারি ২০২১ ও ২০২২ দুই বছরে ক্রীড়া পুরস্কারের জন্য চূড়ান্তকরণ কমিটির সভা ছিল। সেই সভায় চূড়ান্ত হওয়া নামগুলো সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য পাঠাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই দুই বছরের পুরস্কারের কাজ অনেকটা শেষের দিকে। তাই এবার ২০২৩ সালের পুরস্কারের বিজ্ঞপ্তি প্রকাশ করলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ২৬শে জানুয়ারি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি রোববার জাতীয় ক্রীড়া পরিষদ গ্রহণ করে। জাতীয় ক্রীড়া পরিষদ সেই বিজ্ঞপ্তি ফেডারেশন, ক্রীড়া সংস্থাগুলোকে বিতরণ করেছে। জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশনগুলোকে ২০শে ফেব্রুয়ারির মধ্যে ক্রীড়াঙ্গনে অবদান রাখা খেলোয়াড়, সংগঠকদের নাম সনদের সংযুক্তিসহ পাঠাতে বলেছে। 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status