খেলা
১০ বছরে এমন অভিজ্ঞতা হয়নি জুভেন্টাসের
স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
দলবদল বিষয়ক তথ্য গোপন করায় এমনিতেই ১৫ পয়েন্ট খুইয়েছে জুভেন্টাস। তার ওপর ইতালিয়ান সিরি আ’য় টানা দুই ম্যাচে হারলো তুরিনের বুড়িরা। নাপোলির কাছে ৫-১ গোলে হারের পর এবার ঘরের মাঠে পরাস্ত হলো এ সি মোনজা কাছে। রোববার রাতে সিরি আ’র ম্যাচে ২-০ গোলে হারে জুভেন্টাস। চলতি মৌসুমে দুই দেখায় দু’বারই মোনজার কাছে হারলো জুভেন্টাস। গত বছরের ১৮ই সেপ্টেম্বর প্রথম দেখায় ১-০ গোলে পরাজিত হয় জুভরা। গত ১০ বছরে ইতালিয়ান সিরি আ’য় একই দলের বিপক্ষে মৌসুমের দুই ম্যাচ হারের রেকর্ড নেই জুভেন্টাসের। সবশেষ ২০১২-১৩ মৌসুমে সাম্পদোরিয়ার বিপক্ষে এই অভিজ্ঞতা হয়েছিল দলটির। জুভেন্টাসের বাজে অভিজ্ঞতার রাতে কীর্তি গড়েছে মোনজা। মাত্র দ্বিতীয় দল হিসেবে জুভেন্টাসকে ইতালিয়ান সিরি আ’র প্রথম দুই ম্যাচে হারালো দলটি।
বিজ্ঞাপন