ঢাকা, ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৮ শাবান ১৪৪৪ হিঃ

বাংলারজমিন

লোহাগড়ায় প্রেমের ফাঁদে ফেলে বিয়ে , স্ত্রীর মর্যাদা চাওয়ায় নির্যাতন, মামলা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার

নড়াইলের লোহাগড়ায় প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে স্ত্রীকে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছে নির্যাতনের শিকার শাপলা।  মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ইতনা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে শাপলা খানম ঢাকা বিইউবিটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী। গত বছরের মে মাসে ওই শিক্ষার্থী থ্রিপিস কেনার জন্য পরিবারের লোকজনের সঙ্গে লোহাগড়া বাজারের সরদার ক্লথ স্টোরে যান। ওই দোকানি উপজেলার মদিনা পাড়ার আমির হোসেনের ছেলে রায়হান কৌশলে শিক্ষার্থীর মোবাইল নম্বর সংগ্রহ করে। পরে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে ফরিদপুর, যশোর, নড়াইল মদিনাপাড়াস্থ বাড়িসহ লোহাগড়ার একাধিক নিকট আত্মীয়ের বাড়িতে নিয়ে একান্তে সময় কাটান। একপর্যায়ে গত ২৩শে নভেম্বর লোহাগড়া মদিনাপাড়ার আমীর হোসেনের ছেলে রায়হানের সম্মতিতে রেজিস্ট্রি কাবীনমূলে বিয়ে হয়। বিয়ের পর শুরু হয় রায়হানের প্রতারণা। একপর্যায়ে রায়হান তার বাড়িতে তুলে নিতে অভিভাবকদের বোঝানোর জন্য ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। শাপলা ও তার পরিবার উক্ত টাকা দিতে না পারায় রায়হান শাপলার সঙ্গে খারাপ আচরণসহ যোগাযোগ ও আসা-যাওয়া বন্ধ করে দেয়।

বিজ্ঞাপন
বাধ্য হয়ে শাপলা খানম গত ১৮ই জানুয়ারি মা দোলেনা বেগমসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে স্বামী রায়হানের মদিনাপাড়ার বাড়িতে যায়। তখন রায়হান ও তার ভাই রিফাত পিতা আমীর হোসেন পরিবারের লোকজন একপর্যায়ে যৌতুকের জন্য শাপলাসহ তার সঙ্গীয়দের মারপিট করে। আসামি রিফাত রায়হান ও রুকাইয়া জান্নাত শাপলা খানমের চুলের মুঠি ধরে এবং লাঠি দিয়ে শরীরের তলপেটসহ বিভিন্ন জায়গায় মারপিট করে গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় শাপলা খানমকে তার সঙ্গীয়সহ স্থানীয় লোকজন উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গত ২৫শে জানুয়ারি শাপলা খানম বাদী হয়ে ৪ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করে। মামলা নম্বর ১৫।  লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status