বিনোদন
‘চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই’
স্টাফ রিপোর্টার
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার.webp)
চলতি প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। ‘প্রতিশোধের আগুন’ শীর্ষক ছবির মধ্যদিয়ে চলচ্চিত্রে তার যাত্রা শুরু। এ ছবির পর সিনেমায় বেশ ব্যস্ত হয়ে পড়েন নায়িকা। বিশেষ করে ডিপজলের বিপরীতে তিন তিনটি ছবির কাজ শেষ করেছেন তিনি। ছবিগুলো হলো- ‘যেমন জামাই তেমন বউ’, অমানুষ হলো মানুষ’ ও ‘বাংলার হারকিউলিস’। এরমধ্যে প্রথম দু’টি ছবির সেন্সর হয়ে গেছে। এ বছরই ছবিগুলো মুক্তি পওয়ার কথা রয়েছে। অন্যদিকে মৌয়ের ‘বান্ধব’ ছবিটিও রয়েছে মুক্তির অপেক্ষায়। সম্প্রতি নতুন একটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। ছবির নাম ‘প্রেমকাব্য’।
বিজ্ঞাপন