বিনোদন
বোতল ছুড়ে মারা হলো কৈলাসকে
বিনোদন ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
মঞ্চে আক্রান্ত কৈলাস খের। অনুষ্ঠান চলাকালীন জনপ্রিয় সংগীতশিল্পীর দিকে ছোড়া হলো বোতল। অভিযোগ, হিন্দি গান গাইছিলেন কৈলাস। তাতে ক্ষিপ্ত হয়েই বোতল ছোড়া হয়। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কর্ণাটকের হাম্পি উৎসবে গান গাইছিলেন কৈলাস। আচমকা তাকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারা হয়। অল্পের জন্য রক্ষা পান কৈলাস। তা দেখতে পেয়েই একজন নিরাপত্তারক্ষী মঞ্চে চলে আসেন।