অনলাইন
প্রেমের টানে সুইডেন থেকে সোজা উত্তরপ্রদেশ
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ৩০ জানুয়ারি ২০২৩, সোমবার, ৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০৪ অপরাহ্ন

কথায় বলে- প্রেম কোনো বাধা মানে না। কোনো দূরত্ব মানে না। সাত সমুদ্র তেরো নদী পার করেও ছুটে যাওয়া যায় নিজের ভালবাসার মানুষটির কাছে। সেরকমই এক প্রেমকাহিনীর সাক্ষী থাকলো ভারতের উত্তরপ্রদেশ রাজ্য। সুইডেনের এক নারী যিনি তার মনের মানুষকে বিয়ে করতে ভারতে গিয়েছিলেন, তিনি প্রমাণ করেছেন যে প্রেমের কোনও সীমানা নেই। নিজের প্রেমকে পূর্ণতা দিতে প্রায় ৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন এই সুইডিশ নারী।
ক্রিস্টেন লিবার্ট উত্তর প্রদেশের ইটা-র বাসিন্দা পবন কুমারকে বিয়ে করার জন্য ভারতে উড়ে এসেছিলেন, যার সাথে তার ফেসবুকে আলাপ হয়েছিল। এএনআই জানিয়েছে, গত শুক্রবার জেলার একটি স্কুলে হিন্দু রীতি অনুযায়ী দুজনের বিয়ে হয়। বিয়ের ভিডিওতে ভারতীয় বিয়ের পোশাক পরিহিত ক্রিস্টেন লিবার্ট এবং বরকে মালা বিনিময় করতে দেখা যায়। ২০১২ সালে ফেসবুকে পবন কুমারের সাথে পরিচয় হয় ক্রিস্টেনের। এর আগেও তিনি ভারতে গিয়েছিলেন।
সূত্র : টাইমস নাও