ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

প্রেমের টানে সুইডেন থেকে সোজা উত্তরপ্রদেশ

মানবজমিন ডিজিটাল

(২ বছর আগে) ৩০ জানুয়ারি ২০২৩, সোমবার, ৬:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:০৪ অপরাহ্ন

mzamin

কথায় বলে- প্রেম কোনো বাধা মানে না। কোনো দূরত্ব মানে না। সাত সমুদ্র তেরো নদী পার করেও ছুটে  যাওয়া যায়  নিজের ভালবাসার মানুষটির কাছে।  সেরকমই এক প্রেমকাহিনীর সাক্ষী থাকলো ভারতের উত্তরপ্রদেশ রাজ্য।  সুইডেনের এক নারী যিনি তার মনের মানুষকে বিয়ে করতে ভারতে গিয়েছিলেন, তিনি প্রমাণ করেছেন যে প্রেমের কোনও সীমানা নেই। নিজের প্রেমকে পূর্ণতা দিতে  প্রায় ৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন  এই সুইডিশ নারী।

ক্রিস্টেন লিবার্ট উত্তর প্রদেশের ইটা-র বাসিন্দা পবন কুমারকে বিয়ে করার জন্য ভারতে উড়ে এসেছিলেন, যার সাথে তার ফেসবুকে আলাপ হয়েছিল।  এএনআই জানিয়েছে, গত শুক্রবার জেলার একটি স্কুলে হিন্দু রীতি অনুযায়ী দুজনের বিয়ে হয়। বিয়ের ভিডিওতে ভারতীয় বিয়ের পোশাক পরিহিত ক্রিস্টেন লিবার্ট এবং বরকে মালা বিনিময় করতে দেখা যায়। ২০১২ সালে  ফেসবুকে পবন কুমারের সাথে পরিচয় হয়  ক্রিস্টেনের।  এর আগেও তিনি ভারতে গিয়েছিলেন। বিয়ের পর ক্রিস্টেন জানাচ্ছেন -''আমি এর আগেও ভারতে গিয়েছি, আমি ভারতকে ভালোবাসি এবং এই বিয়েতে আমি খুব খুশি। ''দেরাদুন বিশ্ববিদ্যালয় থেকে বি টেক স্নাতক কুমার একটি ফার্মে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। বরের বাবা গীতম সিং বলেন, 'সন্তানদের  সুখেই আমাদের  সুখ। ' যদিও গত সপ্তাহে, একজন ১৯বছর বয়সী পাকিস্তানি নারীকে  বেঙ্গালুরুতে গ্রেপ্তার করা হয়েছিল যখন সে উত্তর প্রদেশের একজন পুরুষকে বিয়ে করার জন্য অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলো এই অভিযোগে। ইকরা জীবনী নামের  ওই তরুণী   গত বছর ভারত-নেপাল সীমান্ত দিয়ে  ভারতে প্রবেশ করেছিলেন। তিনি একটি গেমিং অ্যাপের মাধ্যমে ২৫বছর বয়সী নিরাপত্তারক্ষী যাদবের সাথে পরিচিত হন , ক্রমেই প্রেমের বাঁধনে জড়িয়ে পড়েন যুগল। যদিও সেই প্রেম পরিণতি পায়নি। পিটিআই জানিয়েছে, পুলিশ পরিচয় জালিয়াতি এবং বেঙ্গালুরুতে বেআইনিভাবে থাকার অভিযোগে ইকরাকে গ্রেপ্তার করে ।

সূত্র : টাইমস নাও

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় পুলিশ/ ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই ক্লোজড

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status