প্রবাস
অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের ভার্চ্যুয়াল সাধারণ সভা অনুষ্ঠিত
বকুল খান, স্পেন থেকে
(২ বছর আগে) ৩০ জানুয়ারি ২০২৩, সোমবার, ৩:৫১ অপরাহ্ন

অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহিদ মোমিন চৌধুরী এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বকুল খান।
আলোচনায় বক্তারা ইতালি ও ফ্রান্সের পাসপোর্ট ভুক্তভোগীদের সমস্যা সমাধানে সম্প্রতি যে পরিপত্র এসেছে তার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পাশাপাশি সংগঠনের সংবাদকর্মীদের বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন। আগামীতে এই সংগঠন আরো বেশি মানবিক কাজগুলোতে অংশগ্রহণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
একইসঙ্গে ঈদের পর সংগঠনের অভিষেকের ওপর মত প্রকাশ করেন। তারিখ ও স্থান অল্প সময়ের মধ্যেই নির্ধারণ করা হবে বলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের অন্যতম উপদেষ্টা সিআইপি নজরুল ইসলাম ও মনোয়ার ক্লার্ক স্ব স্ব ক্ষেত্রে বাংলাদেশ সরকার কর্তৃক বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মানে ভূষিত হন" যা এই সংগঠনের মান ও মর্যাদা কে অনেক উঁচু তে প্রতিষ্ঠিত করেছে।
এসময় উপস্থিত ছিলেন ইতালি থেকে সিনিয়র সহ সভাপতি লাবণ্য চৌধুরী, সহ-সভাপতি ফেরদৌস করিম আখঞ্জি ( ফ্রান্স), আহমদ শাহজাহান (বেলজিয়াম), মহিউদ্দিন হারুন (স্পেন), জুবের আহমেদ ( পর্তুগাল) যুগ্ম সম্পাদক আবুল কালাম মামুন (ফ্রান্স), সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী( অস্ট্রিয়া), মিনহাজ হোসেন(ইতালি), জাহিদ ইসলাম (আয়ারল্যান্ড), জিয়াউল হক জুমন(স্পেন) মনিরুজ্জামান টিটো( স্পেন), তথ্য ও আইটি বিষয়ক সম্পাদক এম সি রুমেল(ফ্রান্স), মহিলা বিষয়ক সম্পাদক জেবুন্নেসা জেবু( স্পেন), ইমিগ্রেশন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দা ইশরাত জাহান( মাল্টা), নির্বাহী সদস্য শাওন আহমেদ (ইতালি ),আরশাদ সুমন আয়ারল্যান্ড )প্রমুখ।
এই সময় নতুন সদস্য হিসেবে সম্পৃক্ত হন ফ্রান্স থেকে ইকবাল মোহাম্মদ জাফর ,পর্তুগাল থেকে নিজামুর রহমান টিপু ,পোল্যান্ড থেকে আতিকুর রহমান সুমন ও মালটা থেকে হাসান মাহমুদ ফয়ছাল। শেষে সংগঠনের যুগ্ম সম্পাদক আবুল কালাম মামুনের মেয়ের সুস্থতা কামনায় করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।