বিনোদন
শাহরুখকে প্রেমপত্র পাঠালেন উষশী
বিনোদন ডেস্ক
(২ বছর আগে) ৩০ জানুয়ারি ২০২৩, সোমবার, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন

আয়ের রেকর্ড টপকে চারদিনে পাঁচশো কোটির দোরগোড়ায় ‘পাঠান’। আর দীর্ঘ চার বছর পর বড়পর্দায় পা রেখেই বাজিমাত করছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এখন এই নামের প্রেমেই মাতোয়ারা হয়েছেন ‘বোমক্যাশ বক্সি’র সত্যবতী খ্যাত ঊষসী চক্রবর্তী। প্রিয় তারকার জন্য লিখে ফেলেছেন প্রেমপত্র। সম্প্রতি অভিনেত্রী তার স্যোশাল মিডিয়ায় শেয়ার করা এক পোস্টে জানিয়েছেন, অভিনেতার সিনেমা দেখতে যাওয়ার তিনি প্রচুর সাজেন। গাঢ় করে লিপস্টিক লাগান। নিন্দুকরা হেসে প্রশ্ন করেন, আরে আরে এত সাজছিস কেন? ও তোকে দেখতে পাবেনা, তুই পাবি! উত্তর না দিয়ে মৃদু হাসেন উষসী। অভিনেত্রী লেখেন, চিরকালই এমনটাই হয়, এমনটাই হয়ে এসেছে। স্কুল পালিয়ে সিনেমা দেখার সময় থেকেই আমি জানি, কোনও এক মুহূর্তে নায়িকাকে চুমু খেতে খেতে হোক বা দুষ্টের ফাইনাল দমনের আগে তুমি একবার আমায় দেখবেই আর সেসময় শিউরে উঠে ঠিক তখনই আমি আবার রাইকিশোরী হয়ে যাব। ‘পাঠান’ নয় শাহরুখ খানকেই দেখেছেন ঊষসী। লেখেন, তোমার প্রত্যেকটা বীরগাথা আমি যে চিরকাল বিশ্বাস করেছি- তা সে হেলিকপ্টার থেকে এক লাফে নায়িকাকে বাঁচানো হোক বা ভেঙে পড়া ট্রেন থেকে অবিশ্বাস্য দৌড় আমি জানি তুমি পারো, তুমিই পারবে। আসলে তুমিই সেই অতীন্দ্রীয় যাকে আমি মর্মে মর্মে বিশ্বাস করি। তুমি আজও আমার। এরপরই আবার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন লিখে নিজের ভালবাসা ব্যক্ত করেন। চার দিনে পাচ‘শ কোটি টাকার ব্যবসা করেছে ‘পাঠান’। শাহরুখের কামব্যাক ছবির মুক্তির শর্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অঞ্জন দত্তর মতো পরিচালক। তবে ঊষসীর মতো অনেকেই শাহরুখের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন।