ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

জাকিরকে প্রেরণা মানেন জাকের

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৩, শনিবার
mzamin

২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দু’জনই ছিলেন বাংলাদেশ দলে। জাকির হাসান তখন কিপার-ব্যাটসম্যান হিসেবে ছিলেন প্রথম পছন্দ। জাকের আলী ছিলেন বিকল্প। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিতে অবশ্য সুযোগ পেয়ে ৩১ রানের অপরাজিত ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন জাকের আলী। তবে সময়ের পরিক্রমায় দুজনের ক্যারিয়ারের পথ মোড় নিয়েছে দুই দিকে। সতীর্থ-সহকর্মী থেকে জাকের আলীর জন্য জাকির হাসান হয়ে উঠেছেন প্রেরণা, কখনও কখনও পরামর্শকও। জাকিরের মতো তিনিও একদিন খেলতে চান দেশের হয়ে। যুব বিশ্বকাপের বছর দুয়েক পর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যায় জাকির হাসানের। জাকের আলী তখনও ঘরোয়া ক্রিকেটে পায়ের নিচের জমিন শক্ত করার চেষ্টায়। জাকির অবশ্য এক ম্যাচ খেলার পরই বাদ পড়ে যান বাংলাদেশ দল থেকে।

বিজ্ঞাপন
পরে নিজেকে আরও গুছিয়ে নিয়ে, খেলায় অনেক পরিবর্তন এনে, ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে জায়গা পান বাংলাদেশ টেস্ট দলে। গত মাসে টেস্ট ক্রিকেটে অভিষেকেই উপহার দেন রেকর্ড গড়া দারুণ এক সেঞ্চুরি। পরের টেস্টেও করেন লড়িয়ে ফিফটি। জাকেরের ঘরোয়া ক্রিকেটের দলগুলিতে নিয়মিত হতেই সময় লেগে যায় অনেকটা। তবে সামপ্রতিক সময়ে তার ব্যাটিংয়েও উন্নতির ছাপ মিলছে স্পষ্ট। ৩৮ ম্যাচের অপেক্ষা শেষে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন গত মাসে। পরের ম্যাচেই করেন আরেকটি সেঞ্চুরি। গত আগস্টে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরও করে এসেছেন। এখন তিনি বিপিএলে খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। দারুণ কিছু করতে না পারলেও খুব খারাপও করছেন না। দ্বিতীয় ম্যাচে দলের বিপদে নেমে খেলেন ৪৩ বলে ৫৭ রানের ইনিংস। এছাড়াও ১৩ বলে ১৯, ১০ বলে ২০ রানের ইনিংস খেলেছেন, ম্যাচের প্রেক্ষাপটে যা কার্যকর। সিলেটে গতকাল কুমিল্লার অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, জাকিরকে আমি অনেক বড় অনুপ্রেরণা হিসেবে মানি। কারণ, ও সবসময় নিজেকে পুশ করে ভালো খেলার জন্য। এমনকি আমিও অনেক পরামর্শ নেই ওর কাছ থেকে, যেহেতু দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছি। অনেক কিছুতে ও সহায়তা করে। ভালো ভালো পরামর্শ দেয়। আমার ইচ্ছা আছে, যদি সামনে নিজেকে প্রমাণ করতে পারি, যদি সুযোগ হয় (জাতীয় দলে)।’ প্রমাণ করার পথে ঘরোয়া ক্রিকেটের সব টুর্নামেন্টকেই গুরুত্বপূর্ণ মনে করেন জাকের আলী। যদিও নানা বাস্তবতার কারণে বিপিএলে পারফর্ম করতে পারলে প্রচারটা বেশি হয়, নজর বেশি কাড়া যায়। তবে ২৪ বছর বয়সী এই ক্রিকেটার নিজেকে মেলে ধরতে চান সব আসরেই। এ নিয়ে তিনি জাকের বলেন, ‘আমাদের মতো তরুণ ক্রিকেটারদের জন্য সবকিছুই চ্যালেঞ্জ, এনসিএল (জাতীয় লীগ) চ্যালেঞ্জ, বিপিএলও চ্যালেঞ্জ। আমি সবসময় চ্যালেঞ্জ হিসেবেই নেই। এই পারফরম্যান্সগুলো অবশ্যই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নেবে। এখানে পারফর্ম করলেই আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।’ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শুরুটা হয়েছিল বাজে। টানা তিন ম্যাচে হেরে গিয়েছিল তারা। এরপর ঘুরে দাঁড়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জিতেছে টানা চার ম্যাচ। কীভাবে সম্ভব হলো? জাকের বলেন, ইতিবাচকতা খুঁজে বেড়িয়েছেন তারা হারের মধ্যেও। দলের পাকিস্তানি তারকা মোহাম্মদ রিজওয়ানকে নিয়েও প্রশংসায় পঞ্চমুখ জাকের। তিনি বলেন, ‘রিজওয়ান ভাই অনেক ভালো একজন মানুষ। উনি নিজে থেকে আসেন সবকিছুতে সাহায্য করতে। ম্যাচের আগে নিজে থেকে এসে নক করেন। উনি আসার পর থেকে দলের সবাইকে অনেক সাহায্য করেন।’

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status