ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী ওয়াহাব রিয়াজ

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৩, শনিবার

চলতি বিপিএল-এ বল হাতে দুর্দান্ত ফর্ম দেখাচ্ছেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। এর মধ্যেই তিনি পেলেন নিজ প্রদেশের মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্তির খবর। পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন ক্রীড়ামন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে ওয়াহাব রিয়াজকে। লাহোরে গভর্নর বালিগ উর রেহমানের বাসভবনে বৃহস্পতিবার নবনির্বাচিত মন্ত্রীদের শপথগ্রহণ হয়। খেলার কারণে বাংলাদেশে অবস্থান করায় সেখানে উপস্থিত ছিলেন না ওয়াহাব। তবে পাকিস্তানি সংবাদমাধ্যম জিওসুপার ডট টিভিকে ৩৭ বছর বয়সী এই পেসার নিশ্চিত করেছেন, যথাসময়ে দেশের সবচেয়ে বড় প্রদেশের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব বুঝে নেবেন তিনি। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫৬ ম্যাচ খেলে ২৩৭ উইকেট শিকার ওয়াহাব রিয়াজের। চলতি বিপিএলে বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টি সংস্করণে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ওয়াহাব রিয়াজ। টুর্নামেন্টে সিলেট পর্ব শুরুর আগ পর্যন্ত ১২ উইকেট নিয়ে তিনিই তালিকার শীর্ষে। ওয়াহাবসহ মোট ১১ জনকে এই দফায় দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
এদের মধ্যে বিলাল আফজাল, এসএম তানভির, ড. জাভেদ আকরাম, ইব্রাহিম মুরাদ, ড. জামাল নাসির, মনসুর কাদির, সৈয়দ আফজাল আলি নাসির ও আমির মির বৃহস্পতিবার শপথগ্রহণ করেন। ওয়াহাব ছাড়াও তামকিনাত করিম ও নাসিম সাফিক এই অনুষ্ঠানে থাকতে পারেননি।

 

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status