অনলাইন
মগবাজারে বিস্ফোরণে চার পথচারী আহত
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ২৪ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেইট এলাকার একটি ফার্মাসির সামনে হঠাৎ বিস্ফোরণ হয়ে চার পথচারী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. সাইফুল ইসলাম (৩৫), মো. তারেফ (২০), মো. শাহিন (৩০), মো. আবুল কালাম (২৫)। আহত অবস্থায় তাদের চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহত সাইফুলের সহকর্মী সালাউদ্দিন জানান, সকালের দিকে রিকশায় কর্মস্থলে যাওয়ার পথে মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় যাওয়া মাত্র হঠাৎ পরিত্যক্ত ড্রাম থেকে বিস্ফোরণ হয়ে আহত হন সাইফুল। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তিনি আরো জানান, আহত সাইফুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নিমতাবাদে। পিতার নাম আব্দুল হামিদ। বর্তমানে সবুজবাগ বাসাবোর ১৬৩ /২ নম্বর বাসায় থাকতেন। অপর আহত তিনজন হলেন, ডিপিডিসির কর্মী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মগবাজার ওয়্যারলেস এলাকায় বিস্ফোরণে আহত হয়ে চারজন এসেছে। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।