খেলা
ওয়েস্ট ইন্ডিজে ফিরছেন মিরাজ, টেস্টে অনিশ্চিত তাসকিন-শরিফুল
স্পোর্টস রিপোর্টার
২২ মে ২০২২, রবিবার
আগামী মাসের প্রথম সপ্তাহে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে টাইগাররা। এই সফরেই টেস্ট দলে ফিরছেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। ইনজুরির কারণে তার খেলা হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে। একই কারণে খেলতে পারেননি তারকা পেসার তাসকিন আহমেদও। তবে ফিট জয়ে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরছেন মিরাজ। তবে এই সফরেও লাল বলে খেলা হচ্ছে না তাসকিনের। তার সঙ্গে ইনজুরি আক্রান্ত পেসার শরিফুল ইসলামের খেলা অনিশ্চিত। যদিও দু’জনকে সিরিজের দ্বিতীয় ম্যাচে আশা করা হচ্ছে। তবে তাদের নিয়ে ঝুঁকি নিতে দ্বিধায় আছে বিসিবি। কারণ সাদা বলে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দারুণ বল করা অফস্পিনার নাঈম হাসানও ইনজুরিতে দল থেকে ছিটকে পড়েছেন। লঙ্কার বিপক্ষে তার ঢাকা টেস্ট খেলা হচ্ছে না। শুধু তাই নয়, ওয়েস্ট ইন্ডিজেও তার খেলা হবে না বলেই জানা গেছে বিসিবি’র একটি সূত্রেও। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি দৈনিক মানবজমিনকে বলেন, ‘মিরাজ ফিট হয়েছে, যদিও ঢাকা টেস্টে তার খেলা হচ্ছে না তবে খেলবে ওয়েস্ট ইন্ডিজে। আর তাসকিন ও শরিফুলকে আমরা সিরিজের দ্বিতীয় ম্যাচে পেতে পারি এমন একটা সম্ভাবনা আছে। তবে কঠিন হবে তাদের পাওয়া।’
বেশ কয়েকটি সূত্রে জানা গেছে, দুই পেসারকে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য ফিট রাখতেই তাদের টেস্ট ম্যাচে খেলিয়ে ঝুঁকি নিতে রাজি নয় বিসিবি। বিশেষ করে তাসকিন আহমেদের যে অবস্থা ইনজুরির স্থানে অস্ত্রোপচার না লাগলেও তার জন্য টেস্ট খেলা এখন বেশ ঝুঁকিপূর্ণ। জানা গছে, তার বর্তমান অবস্থা থেকে উন্নতির জন্য আরও সময় লাগবে। এরপর তারমধ্যে যদি টেস্ট খেলার ধকল নেয় তাহলে হতে পারে হিতে বিপরীত। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরে আসেন তাসকিন। সেই সময় তার সঙ্গে ইনজুরি নিয়ে দেশে ফিরেছিলেন পেসার শরিফুলও। তবে ফিট হয়ে খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে শরিফুল। বল হাতে কোনো উইকেট না পেলেও টেস্টের চতুর্থ দিন ডান হাতের তালুতে চোট পান। পরে স্ক্যান করে দেখা যায় তার তালুর হাড়ে চিড় ধরেছে। বিসিবি’র মেডিকেল বিভাগের একটি সূত্র জানায়, ‘শরিফুলের হাতে তালুর হাড়ে চোট লেগেছে। সময় লাগবে তার ফিট হতে। আশা করছি ওয়েস্ট ইন্ডিজে দ্বিতীয় টেস্ট খেলতে পারবে। কিছুটা কঠিন হতে পারে। আর তাসকিনকে নিয়ে আমাদের আশা আছে। কিন্তু তার জন্য টেস্ট খেলা ঝুঁকিও আছে। যে কারণে সাদা বলেই তার খেলার সম্ভাবনা বেশি। তাকে নিয়ে ঝুঁকি না নেয়ার কারণ হতে পারে সামেেন এশিয়া কাপ আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আবার শরিফুলের ক্ষেত্রেও এই ভাবনাটা আসছে।’
বলার অপেক্ষা রাখে না ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে দারুণ বিপদে বিসিবি। দলে হানা দিয়েছে ইনজুরি। একের পর এক ক্রিকেটার ছিটকে পড়ছে দল থেকে। শুধু তাই নয়, হজ করার জন্য ছুটি নিয়েছেন দলের সেরা উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহীমও। তবে মিরাজ দলে ফিরতে পারবে এটাও বড় স্বস্তির বিষয়। কারণ চট্টগ্রাম টেস্টে তার বিকল্প হিসেবে খেলতে নানা নাঈম হাসানও ইনজুরির কারণে দলের বাইরে। গতকাল বিসিবিতে এসেছিলেন তরুণ এই অফস্পিনার। তার আঙ্গুলে চিড় ধরেছে। সাধারণত এই ধরনের ইনজুরিরতে চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগে। আর মিরাজকে ফেরাতে তাকে বিশ্রাম দেয়ার সুযোগ এসেছে। এই কারণে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৬ উইকেট পাওয়া নাঈমের খেলা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজে।