বিনোদন
রাজ-পরীর দুবাই সফর বাতিল
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ১৫ জানুয়ারি ২০২৩, রবিবার, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৮ পূর্বাহ্ন

বেশ কিছুদিন যাবৎ বারবার সংসার ভাঙার খবরের শিরোনাম হয়েছেন দেশের আলোচিত তারকা দম্পতি শরীফুল রাজ এবং পরীমনি। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তারা এক হয়েছেন বলে শোনা গেছে। এসব নাটকীয়তার মধ্যেই খবর আসে, একসঙ্গে দুবাই যাচ্ছেন তারা। সেখানে অনুষ্ঠিতব্য ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। তবে পরীমণি জানান, দুবাই যাচ্ছেন না তারা। এ সফর বাতিল করেছেন তারা। জানা গেছে, পরীমণি-রাজের যাওয়ার কথা ছিল অনুষ্ঠানটিতে। কিন্তু তাদের ছেলে রাজ্যের পাসপোর্ট হয়নি। যার ফলে দুবাই যাচ্ছেন না তারা। দুবাই না গেলেও অন্য দেশে যাওয়ার কথাও জানান পরী।
পাঠকের মতামত
প্রতিদিন তোমাদের নাটকের খবর।অনেক হয়েছে রাজ আর পরীমণী, আমাদের একটু বাচঁতে দিন
বিদেশ যাওয়ার আগে বাবুল ডি এন এ টেস্ট করো। তার বাপ কে জানতে হবে পাসপোর্টে। মাসি মাগীদের কথা এখন বাংলাদেশে সংবাদ হয়।হায়রে দেশ....
আপনাদের সংসারের ভাঙ্গা গড়ার ক্যাচাল পড়তে বা জানতে আর আগ্রহী না , আর ভালো লাগে না। নাটক বন্ধ করুণ ।