অনলাইন
তসলিমা নাসরিন গতকাল আবারো মারা গেছেন!
তারিক চয়ন
(২ মাস আগে) ১৪ জানুয়ারি ২০২৩, শনিবার, ৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৮ পূর্বাহ্ন

বাংলাদেশের বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন মারা গেছেন! সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি নিজেই একথা নিশ্চিত করেছেন! হ্যাঁ, আজ (শনিবার) দুপুরে নিজের ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে তসলিমা নাসরিন ইংরেজিতে লিখেছেন, "আই ডাইড ইয়েস্টারডে"। যার মানে, "গতকাল আমার মৃত্যু হয়েছে"।
এর আগে, গত বছর প্রায় একই সময়ে (জানুয়ারি মাসে) তসলিমা নাসরিন অভিযোগ করেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তাকে দুইবার মৃত ঘোষণা করেছে। সে সময় ভারতের দ্য টেলিগ্রাফ পত্রিকাকে তিনি জানিয়েছিলেন, জিহাদিদের সন্দেহজনক সাইবার হামলার পর ফেসবুক মাত্র দু’দিনে তাকে দু’বার মৃত ঘোষণা করে বলে তিনি দেখতে পেয়েছেন। তিনি তখন বলেছিলেন, "বিস্ময়কর ব্যাপার হলো জিহাদিরা সংখ্যায় অনেক বেশি। তারা (ফেসবুকে) আমার মারা যাওয়ার রিপোর্ট করেছে।" অবাক তসলিমা বলেছিলেন, "আমি বেঁচে আছি নাকি মরে গেছি, সেটা ক্রসচেক না করেই ফেসবুকের মতো প্লাটফর্ম আমাকে মৃত ঘোষণা করেছে!" যদিও পরে তিনি নিজের ফেসবুক একাউন্ট ফের চালু করতে সক্ষম হয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, "আমি মনে করি এই কাজ করিয়েছে জিহাদিরা। তারা আমাকে পছন্দ করে না। তারা আমার মৃত্যু কামনা করে।"
উল্লেখ্য, বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন ১৯৯৪ সাল থেকে ভারতে স্বেচ্ছা-নির্বাসনে আছেন।
।পাঠকের মতামত
তসলিমা নাসরিনরা এতো তাড়াতাড়ি মরে না। মহান দয়ালু পরাক্রমশালী আল্লাহ এদেরকে একটু বেশি সময় দেন তাঁর একান্ত পরাক্রমে। এরা বেশি দিন জীবিত থেকে তাদের সাংগোপাংগ এবং গুনগ্রাহীদের ও পাপের ভার বাড়ায় নানা ভাবে তাদেরকে প্রমোট করে। ইতিহাসের ফিরাউন তো শতশতবছর ফেরাউনী করে বেঁচে থাকলে ও সাগরে সলিল সমাধি পাওয়ার পূর্ব মূহুর্তে ও তার পরিনতির বিষয়টা জানতো না ; তসলিমা নাসরিন ও তার গুনমুগ্ধরা জানতে পারবেনা, কিন্তু সেই সময় যে আসবেই তা নিশ্চিত। মিডিয়ায় নাস্তিকদের কভারেজের জন্য অনেকই আগ্রহী বলে মনে হচ্ছে মন্তব্য গুলো দেখে, তাদের কথা তো মনে রাখতেই হয় মিডিয়া মালিকদের। ইতিহাসের ফিরাউন তো একা সলিল সমাধি লাভ করেনি, তার তো অনেক সঙ্গী সাথী ছিলো, বাংলাদেশে তো তার অনেক সঙ্গী সাথী আছে, তাদের জন্য তো নাস্তিক খোদাদ্রোহী, ইসলাম বিদদেষী, ইসলামের নবীর অবমাননাকারী তসলিমার খবরাখবর সুখপাঠ্য হবেই!!
Please refrain from BS news. Thanks.
হা...হা...হা...। হাসালেন মি. আরিফ বিন সাইফ! কে আপনাকে এমন ধারণা দিলো যে নাস্তিকের খবর ছাপানো যাবেনা? নাস্তিকেরাও তো বলতে পারেন আস্তিকদের খবর ছাপানোর দরকার নেই। কি কন, ঠিক না বেঠিক???
আরিফ বিন সাইফ লিখেছেন তিনি নাস্তিক তাই তার নিউজ প্রকাশিত না করাই ভালো। সাইফ সাহেব, আস্তিকদের খবর প্রকাশিত হতে পারলে নাস্তিকদের খবর কেন প্রকাশিত হতে পারবে না বলুন তো।
তিনি বার বার মরিয়া প্রমান করিতেছেন তিনি মরেন নাই।
আরিফ বিন সাইফ ভাই আপনি আস্তিক হয়ে জীবনে কি করেছেন খুব জানার ইচ্ছা রইলো।
জিহাদি বলতে প্রগতিশীল শক্তি (!) গুলো মুসলিমদের বুঝায়। কিন্তু মনে হয়, মুসলমানরা তাস্লিমা কে নিয়ে ভাবে না, তালিমার একান্ত বন্ধুরাই ওকে ভোগ করার পর কলার ছুবরার মতো নর্দমায় ফেলে দায়। মনের কষ্টে তাস্লিমা নিজের বন্ধুদের নাম না নিয়ে জিহাদিদের উপর দায় চাপিয়েছে।
মানুষ মরনশীল এটা সবাই জানে। মৃত্যু আজ না হোক কাল হতে পারে। কিন্তু ফেক খবর প্রকাশ অনাকাংখিত। তসলিমা নাসরীন নাস্তিক হলে সমস্যা কি? ধর্ম বিশ্বাস নিজস্ব বিষয়, এ গুলো নিয়ে মন্তব্য করা অনুচিত।
মানুষ মরনশীল এটা সবাই জানে। মৃত্যু আজ না হোক কাল হতে পারে। কিন্তু ফেক খবর প্রকাশ অনাকাংখিত। তসলিমা নাসরীন নাস্তিক হলে সমস্যা কি? ধর্ম বিশ্বাস নিজস্ব বিষয়, এ গুলো নিয়ে মন্তব্য করা অনুচিত।
Is it a subject to be a news?
বাঘ কিন্তু সত্যিই একদিন আসবে।
তিনি নাস্তিক। তাই তার নিউজ প্রকাশিত না করায় উত্তম।