ভারত
উত্তরাখন্ডে ২৫ হাজার লোক বিপন্ন, ধসে পড়ছে বাড়িঘর
বিশেষ সংবাদদাতা
(২ মাস আগে) ৯ জানুয়ারি ২০২৩, সোমবার, ১০:৪০ পূর্বাহ্ন

উত্তরাখন্ডের যোশীমঠ ক্রমশ বাসের অযোগ্য হয়ে যাচ্ছে। যোশীমঠের পঁচিশ শতাংশ জায়গা বিপন্ন বলে বিশেষজ্ঞ কমিটি রায় দিয়েছে। ২৫ হাজার মানুষ বিপন্ন। তাদের স্থানান্তরিত করা হচ্ছে। ছয়শ’ পরিবার মাথার ওপর ছাদ হারিয়েছে। উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি কে ফোন করে আর্থিক সহ সবরকম আশ্বাসের কথা জানিয়েছেন। কেন্দ্র আজ সাত সদস্যের দল পাঠাচ্ছে অবস্থা পর্যবেক্ষণের জন্যে। সমুদ্র যত নিকটবর্তী হচ্ছে যোশীমঠ এর বিপদ ততো বাড়ছে। ২রা জানুয়ারি থেকে এই বিপর্যয়ের সূত্রপাত।
বিজ্ঞাপন