প্রবাস
ওবায়দুল কাদেরের সঙ্গে মাহতাব-আলমগীরের সাক্ষাৎ
ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি
(৪ মাস আগে) ৮ জানুয়ারি ২০২৩, রবিবার, ৩:৪৩ অপরাহ্ন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির সঙ্গে ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন সৌজন্য সাক্ষাত করেছেন। গত ৫ই জানুয়ারি এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় প্রবাস থেকে সকল মুজিব আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ সরকার গঠন করতে কাজ করার আহ্বান জানান ওবায়দুল কাদের। গত ২৪শে ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের ২২তম সম্মেলনে যোগ দিতেই ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন বাংলাদেশে গমন করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি রেহান উদ্দিন দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী নেতা ফজলুল হক ভুট্টো।