প্রবাস
ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় রোমে মিষ্টি বিতরণ নোয়াখালীবাসীর
ইসমাইল হোসেন স্বপন ইতালি প্রতিনিধি
(২ বছর আগে) ২৫ ডিসেম্বর ২০২২, রবিবার, ৮:০৭ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে ওবায়দুল কাদেরকে তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আর এই খবর প্রকাশ হওয়ার পর থেকে বৃহত্তর নোয়াখালীর মানুষ উল্লাসে মেতে উঠেন। কারণ এর আগে এই দলের আর কোনো সাধারণ সম্পাদক একটানা তিনবার সাধারণ সম্পাদক হতে পারেনি। এই প্রথম ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো দায়িত্ব পেয়েছেন। এই খবর শোনার পর দেশে যেমন ওবায়দুল কাদের-এর ভক্তরা আনন্দ উল্লাস করেন তেমনি দেশের বাইরেও সবাই আনন্দে মেতে উঠেন।
এই আনন্দের খবর শুনে ইতালিতে অস্থানরত বৃহত্তর নোয়াখালী আওয়ামী লীগের নেতৃবৃন্দ রোমে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন এবং একে অন্যকে মিষ্টিমুখ করে আনন্দ ভাগা-ভাগি করেন। এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ বাবুল, উপদেষ্টা রেজাউল হক মিন্টু, ১নং সদস্য আবুল এহসান মিনু, সহ-সভাপতি আবু নাসের, যুগ্ম সম্পাদক আরশাদ হোসেন, দপ্তর সম্পাদক দীন মোহাম্মদ দীনু, তথ্য ও গবেষণা সম্পাদক জায়দুল হক সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।