প্রবাস
যুক্তরাজ্য জিয়া পরিষদের পরিচিতি সভা ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার, ৮:২৬ অপরাহ্ন

জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার নতুন কমিটির পরিচিতি সভা ও সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় লন্ডনের ইলফোর্ডের স্থানীয় একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুক্তরাজ্য জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জিয়া পরিষদের প্রধান উপদেষ্টা এম এ জলিল খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মঞ্জুর হাসান পল্টু ও সাংগঠনিক সম্পাদক আহসান উদ্দীন মানিক হাই। কোরআন তেলাওয়াত করেন হারুনুর রশীদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য জিয়া পরিষদের সিনিয়র সহ সভাপতি প্রফেসর ইকবাল খান, কেন্দ্রীয় জিয়া পরিষদের সদস্য ও যুক্তরাজ্য শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবি কাওসার মাহমুদ, সহ সভাপতি মবিণ ভূইয়া কাজল, মকবুল হুসেন মুকুল, বেলালুর রহমান ইরাক চৌধুরী,মজিবুর রহমান, এ বি এম ফারুক, তমিজ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, আহবাব হুসেন খান বাপ্পী, প্রচার সম্পাদক আনোয়ার হুসেন সবুজ চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক সৈয়দ রাকিব, সাহিত্য সম্পাদক আম্বিয়া শোভন, ক্রীড়া সম্পাদক আব্দুল গোফরান মল্লিক। এছাড়া প্রফেসর নাজমুল হুসেন চৌধুরী ও রফিকুল আলম খান উপস্থিত ছিলেন।
বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব ড. এমতাজ হোসেনের সুস্থতা কামনা করেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সকল কারাবন্দী নেতাদের মুক্তি দিয়ে দেশে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার জোর দাবী জানান।